![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর্কিটেকচার ডে ২০২০ ইভেন্টে নতুন প্রসেসর ও গ্রাফিক্স কার্ড উন্মোচন করেছে ইন্টেল। জেনে নেওয়া যাক নতুন কী থাকছে ‘টাইগার লেক’ প্রসেসর ও জি-এলপি গ্রাফিক্স কার্ডে।
প্রসেসর
তাদের ‘টাইগার লেক’ প্রসেসরটি ‘আইস লেক’ এর উন্নত সংস্করণ। ১১ তম প্রজন্মের প্রসেসরটি কম্পিউটারের গতি বৃদ্ধি করলেও ব্যাটারি খরচ কমাবে, হাই রেজুলেশনের ডিসপ্লে এবং ‘স্পিচ টু টেক্সট কনভারসেশন’ ফিচার সমর্থন করবে।
টাইগার লেক প্রসেসর সম্বলিত ল্যাপটপ বাজারে আসবে ২০২০ সালের শেষ দিকে।
গ্রাফিক্স কার্ড
ইন্টেলের নতুন গ্রাফিক্স কার্ড জি-এলপি (লো পাওয়ার) দিয়ে পাবজি, গ্রিড, ব্যাটেলফিল্ড ফাইভ গেইমগুলো ১০৮০ পিক্সেলের রেজুলেশনে নিরবিচ্ছিন্নভাবে খেলা যাবে। গ্রাফিক্স কার্ডটি এইটকে আল্ট্রা এইচডি রেজুলেশনের কনটেন্ট, ৩৬০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করবে।
গেইম রেন্ডারের ক্ষেত্রে ইন্টেলের জেনারেশন ১১ গ্রাফিক্সের সমপরিমাণ সময় নেবে জি-এলপি। তবে আগের তুলনায় ব্যাটারির খরচ কমবে।
এছাড়াও, গেইমিং পিসির জন্য জি-এইচপি (হাই পাওয়ার) নামের আরেকটি গ্রাফিক্স কার্ড আনবে ইন্টেল। এতে থাকবে হার্ডওয়্যার রে ট্রেসিং ফিচার ও জিডিডিআর৬ মেমোরি।
জি-এলপি ও জি-এইচপি সম্বলিত ল্যাপটপ ২০২১ সালের আগে বাজারে আসবে না। ততদিন পর্যন্ত গেইমারদেরকে অপেক্ষা করতে হবে।
সিনেট ও দ্য ভার্জ অবলম্বনে এজেড/ আগস্ট ১৫/২০২০/১৫৫০
আরও পড়ুন –
ম্যাকে থাকবে না ইন্টেলের প্রসেসর
ইন্টেলের বৈপ্লবিক উদ্ভাবন, গন্ধ নিতে পারবে যন্ত্র!
এএমডিকে ঠেকাতে প্রসেসরের দাম কমালো ইন্টেল
ইন্টেলের চেয়ারম্যান বাংলাদেশি-মার্কিন ড. ওমর
মডেম ব্যবসা বেচে কোয়ালকমকে দুষছে ইন্টেল!