Samsung HHP Online Campaign

ট্রান্সপারেন্ট টিভি বাজারে আনছে শাওমি

ব্যাকগ্রাউন্ডের দৃশ্য টিভি ভেদ করে দেখা যাবে। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথম বারের মতো ট্রান্সপারেন্ট টিভি আনলো শাওমি। টিভিটি অফ থাকলে পুরোপুরি একটি গ্লাসে পরিণত হবে।

যখন চালু করা হবে তখন টিভির গ্লাসের পেছনে সেসব জিনিস থাকবে তাও চোখে পড়বে। যেমন টিভিটির পেছনে হাত রাখলে সামনে থেকে সেটা সেখা যাবে। ফলে টিভির দৃশ্যগুলো হাওয়ায় ভাসছে এমন অভিজ্ঞতা পাওয়া যাবে বলে দাবি শাওমির।

৫৫ ইঞ্চি টিভিটির নাম এমআই টিভি লাক্স ওএলইডি ট্রান্সপারেন্ট এডিশন। এতে আছে ১২০ হার্জের রিফ্রেশ রেট, ১ মিলি সেকেন্ড রেসপন্সটাইম ও ১৫০০০০:১ কন্ট্রাস্ট রেশিও।  টিভিটির দাম হবে ৭ হাজার ২০০ ডলার। চীনের বাজারে এটি পাওয়া যাবে ১৬ আগস্ট থেকে।

Techshohor Youtube

শাওমি প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার এই টিভি উন্মোচন করা হয়। এর আগে ২০১৫ সালে ট্রান্সপারেন্ট ওএলইডি ডিসপ্লে উন্মোচন করে স্যামসাং। ২০১৬ সালে এলজিও একই প্রযুক্তির টিভি কনজিউমার ইলেক্ট্রনিক শো (সিইএসে) প্রদর্শন করে। তবে সেগুলো বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়নি।

সিনেট অবলম্বনে এজেড/ আগস্ট ২০২০/১০২০

আরও পড়ুন – 

ঘুরবে স্যামসাংয়ের ‘সেরো’ টিভি

ছাড়ে টিভি কিনতে হোলসেলে জাকারবার্গ দম্পতি

টিভি বিক্রিতেও রেডমির রেকর্ড

*

*

আরও পড়ুন