![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নরওয়ের এক প্রতিষ্ঠান এক্সপ্লোরার সঙ্গে যুক্ত হয়ে শিশুদের স্মার্টওয়াচ তৈরি করতে চায় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজে অনেক অগ্রগতিও হয়েছে প্রতিষ্ঠানটির। শিশুদের ওয়্যারেবল ডিভাইস বা স্মার্টওয়াচ একই সঙ্গে গাড়ির চাবি হিসেবেও ব্যবহার করা যাবে।
অবশ্য বিষয়টি নিয়ে টেসলা কোনো ধরনের মন্তব্য করেনি। তথ্যটি জানা গেছে ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনের এক নথি থেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা এক্সপ্লোরার প্লাটফর্ম ব্যবহারে আগ্রহী হবার একটা কারণ হতে পারে এই স্মার্টওয়াচের মাধ্যমেই টেসলার গাড়িতে শিশুদের সহজেই প্রবেশের ব্যবস্থা করে দেওয়া।
ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, বাচ্চাদের সুরক্ষার জন্য তারা আরও নতুন সব ফিচার নিয়ে কাজ করছে।
টেসলা তাদের মডেল থ্রি এবং মডেল ওয়াই গাড়িতে চাবির বদলে স্মার্টফোন ব্যবহার করার কথাও ভাবছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/আগস্ট ১১/২০২০/ ১৯৪৪
আরও পড়ুন –
হ্যাকিংয়ের ঝুঁকিতে শিশুদের স্মার্টওয়াচ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি