vivo Y16 Project

অ্যাপলওয়াচে আসছে গুগল ম্যাপস

ড্যাশবোর্ড ভিউতর ম্যাপ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ৩ বছর পর অ্যাপলওয়াচে ফিরছে গুগল ম্যাপস।

ফলে আইওএস ব্যবহারকারীরা আর অ্যাপল ম্যাপস ব্যবহারে বাধ্য হবেন না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুনরায় অ্যাপল ব্যবহারকারীরা অ্যাপটি পাবেন।

আগে থেকে লোকেশন সেইভ থাকলে গাড়ি, বাস, সাইকেলিং এবং হেঁটে যাওয়ার জন্য আলাদা দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস। গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময়ও দেখাবে।

Techshohor Youtube

এছাড়াও, অ্যাপলের কার প্লে অ্যাপের জন্য স্প্লিট স্ক্রিন সাপোর্ট আনছে গুগল। এই ফিচার যুক্ত হলে ড্যাশবোর্ড ভিউতে গুগল ম্যাপস দেখার পাশাপাশি অন্য অ্যাপ (মিউজিক, পডকাস্ট, ক্যালেন্ডার) স্ক্রিনে দেখা যাবে। গত বছর আইওএস ১৩ সংস্করণে কারপ্লে ড্যাশবোর্ড সাপোর্ট মোড যুক্ত করা হয়।

২০১৭ সালের পর থেকে আর অ্যাপলওয়াচে গুগল ম্যাপস ব্যবহার করা যায়নি। কী কারণে অ্যাপটি তখন সরানো হয় তা জানা যায়নি।

ম্যাশেবল অবলম্বনে এজেড/আগস্ট ১১/২০২০/১৫৪৫

আরও পড়ুন –

গুগল ম্যাপে হুইলচেয়ার ফিচার! 

গুগল ম্যাপসের বিকল্প আনছে হুয়াওয়ে

৪৮% বাজার দখল করে অ্যাপল শীর্ষে

*

*

আরও পড়ুন

vivo Y16 Project