Techno Header Top and Before feature image

মায়ের সব সঞ্চয় টুইচে খরচ

টুইচ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইচের গেইমারদের পেছনে মায়ের সব সঞ্চয় খরচ করেছে এক কিশোর ।

অবশ্য সঞ্চয়ের ২০ হাজার ডলারের পুরোটা ফেরতও পেয়েছেন মা। তবে এই ফিরে পাওয়ার জন্য তাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। নিজের দুর্ভোগের কথা খুলে বললেও সংবাদ মাধ্যমের কাছে নাম পরিচয় গোপন রেখেছেন তিনি।

গেইমিং স্ট্রিমিং সাইট টুইচে কোনো গেইমারকে পছন্দ হলে দর্শকরাই তাদের পেছনে খরচ করেন। ওই কিশোরও ১৪ জুন থেকে ৩০ জুনের মধ্যে ধাপে ধাপে মায়ের ক্রেডিট কার্ড থেকে গেইমারদেরকে ডোনেশন পাঠান।

বিষয়টি টের পেলে তার মা সেই টাকা উদ্ধারে টুইচের মূল কোম্পানি অ্যামাজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। টুইচের সিইওর কাছে চিঠি লেখেন, ব্যাংকেরও সঙ্গেও যোগাযোগ করেন। কোনো চেষ্টাই কাজে লাগেনি। পরে ভুক্তভোগী আরো অনেকের কাছে এক্সসোলা নামের একটি পেইমেন্ট সার্ভিস কোম্পানির সন্ধান পান। কোম্পানিটি তাকে প্রায় পুরো টাকাই উদ্ধার করে দেয়।

এ ঘটনায় তার ছেলে কৃতকর্মের জন্য অনুতপ্ত। সে এখন নিয়মিত কাউন্সিলিংও করছে। তবে তার অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দিয়েছে টুইচ।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ আগস্ট ১১/২০২০/১৩২৮

আরও পড়ুন –

খরচ বাড়িয়েছেন গেইমাররা 

এই সমাধানগুলো জানা থাকলে অনলাইন গেইমে আপনিই ‘জয়ী’! 

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে গেইম তৈরির আগ্রহে ভাটা, নেই পুরনোগুলোর আপডেট! 

টুইচে ৫৭২ ঘণ্টা গেইম খেলে রেকর্ড 

ভিডিও গেইম খেলেও ভালো চাকরি পাওয়া সম্ভব

*

*

আরও পড়ুন