Techno Header Top and Before feature image

ওয়ানপ্লাসে প্রি-ইন্সটল্ড ফেইসবুক, অসন্তুষ্ট ব্যবহারকারীরা

ওয়ানপ্লাসের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানপ্লাসের তিনটি ফোনে প্রি-ইন্সটল্ড হিসেবে এসেছে ফেইসবুক ও ম্যাসেঞ্জার।

তবে বিষয়টি নিয়ে অনেক ব্যবহারকারী অসন্তুষ্ট। তাদের মতে, অ্যাপ ব্যবহার করা বা না করার সিদ্ধান্তটি ব্যবহারকারীদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।

এপ্রিলে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রোতে প্রি-ইন্সটল্ড ছিলো ফেইসবুক। নতুন ওয়ানপ্লাস নর্ডের ক্ষেত্রেও এর ব্যতিকম ঘটেনি। অ্যাপগুলো ফোনে সিস্টেম অ্যাপ হিসেবে থাকায় আনইন্সটল করাও সম্ভব হচ্ছে না। শুধু ডিজ্যাবল করে রাখা যাচ্ছে।

তিনটি ফোনেই ফেইসবুক, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যাপ, ফেইসবুক অ্যাপ ইনস্টলার, ফেইসবুক অ্যাপ ম্যানেজার, ফেইসবুক সার্ভিস ও নেটফ্লিক্স প্রি-ইন্সটলড হিসেবে রয়েছে। আগে থেকে ইন্সটল করা অ্যাপ ব্লোটওয়্যার হিসেবেও পরিচিত। ব্লোটওয়্যার প্রধান সমস্যা হলো, এগুলো ফোনের স্টোরেজ দখল করে, ব্যাকগ্রাউন্ডে চলে, ডেটা খরচ করে এবং ব্যবহারকারীর তথ্য নেয়।

গত কয়েক বছর ধরেই স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে চুক্তি করছে ফেইসবুক। ধারণা করা হয়, তাদের সফটওয়্যার প্রি-ইন্সটল্ড হিসেবে ডিভাইসে থাকলে নির্মাতারা অর্থ পায়। ফেইসবুকও ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে পারে।

ম্যাশেবল অবলম্বনে এজেড/ আগস্ট ১০/২০২০/১৫২০

আরও পড়ুন –

৬ ক্যামেরাসহ এলো ওয়ানপ্লাস নর্ড 

সাশ্রয়ী ফোনের বাজারে নজর ওয়ানপ্লাসের 

ওয়ানপ্লাস সিইও : এখনও তৈরি নয় ফোল্ডেবল ফোন

হোয়াটসঅ্যাপ ব্যবহারে ওয়ানপ্লাসের ব্যাটারি দ্রুত ফুরাচ্ছে

*

*

আরও পড়ুন