![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের নতুন এক্সবক্স সিরিজ এক্সের সাশ্রয়ী সংস্করণ বাজারে আসতে পারে। ফাঁস হওয়া এক খবরে জানা গেছে, গেইমিং কনসোলটির নাম হবে এক্সবক্স সিরিজ এস। আপাতত এর কোডনেম ‘এক্সবক্স লকহার্ট’।
ডিভাইসটির প্যাকেজিংয়ের ছবি অনলাইনে প্রকাশ করেছেন রেডিট ফোরামের এক ব্যবহারকারী। সেখানে লেখা, ডিভাইসটির কন্ট্রোলার এক্সবক্স সিরিজ এক্স, এক্সবক্স ওয়ান, কম্পিউটার, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কাজ করবে।
রেডিটের সেই ব্যবহারকারীর দাবি, প্যাকেটটি তিনি ৩৫ ডলারে কিনেছেন এবং এতে মাইক্রোসফটের গেইমপাস সাবস্ক্রিপশন সেবার কোড লেখা আছে।
চলতি মাসেই কনসোলটির ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। এমনিতেও এ মাসে এক্সবক্স সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ফিল পেন্সার।
বছর শেষে সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৫ বাজারে আসবে। তারাও সাশ্রয়ী দামে আলাদা একটি কনসোল নিয়ে হাজির হবে। তবে এখন পর্যন্ত সনি বা মাইক্রোসফট কেউই ডিভাইসের দাম প্রকাশ করেনি।
আরও পড়ুন :
প্লেস্টেশন ৫ : যে গেইমগুলো খেলা যাবে
যে গেইমগুলো খেলা যাবে এক্সবক্স সিরিজ এক্সে
সিনেট অবলম্বনে এজেড/আগস্ট ১০/২০২০/১২০৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি