![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাইবার ট্রাক বিক্রি না হলে সাধারণ পিকআপ ট্রাক বিক্রি করবেন বলে জানিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক।
স্টেইনলেস স্টিলের তৈরি সাইবার ট্রাক দেখতে অনেকটা সাই-ফাই সিনেমাতে দেখানো গাড়ির মতো। ভিন্ন ডিজাইনের এই ট্রাক ক্রেতা টানবে কিনা তা নিশ্চিতে কোনো জরিপ চালায়নি টেসলা।
ফলে প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ার আশংকা টেসলা সিইও ইলন মাস্কেরও আছে। তাই এর বিকল্প হিসেবে সাধারণ পিক আপ ট্রাক তৈরির কথা ভেবে রেখেছেন তিনি। গত নভেম্বর থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ ট্রাকের বুকিং অর্ডার পেয়েছে টেসলা।
মাত্র ১০০ ডলার ট্রাকের প্রি-বুকিংয়ের সুযোগ থাকায় অর্ডারের পরিমাণ বেড়েছে। তবে বিক্রি শুরু হলে অর্ডার কমেও যেতে পারে।
সাইবার ট্রাকটি তিনটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে। সিঙ্গেল মোটর আরডবলুডি ট্রাকের দাম হবে ৩৯ হাজার ৯০০ ইউএসডি আর চলবে ৫০০ মাইল পর্যন্ত। ডুয়েল মোটরের ক্ষেত্রে দাম হবে ৪৯ হাজার ৯০০ ইউএসডি এবং ট্রাই মোটরের ক্ষেত্রে হবে দাম ৬৯ হাজার ৯০০ মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় পিকআপ ট্রাক, চলতি বছর যা সেডান গাড়ির বিক্রিকে ছাড়িয়েছে।
বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ আগস্ট ০৪/২০২০/১১৩৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি