![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে এ বছর অনেক বড় বড় ইভেন্টই অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
একই ধারাবাহিকতা বজায় রেখে আমেরিকান টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় আসর ‘অ্যামি অ্যাওয়ার্ডস’ ও অনলাইনে আয়োজিত হবে।
অ্যামি অ্যাওয়ার্ডসের ৭২তম আসরটির সঞ্চালনা করবেন জিমি কিমেল। তার সঙ্গে কাজ করবেন টেকনিশিয়ান, প্রোডিউসার ও রাইটাররা। তবে অনুষ্ঠানের কোন অংশ লাইভ দেখানো হবে আর কোন অংশ প্রি-রেকর্ড করা হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন আয়োজকরা।
এছাড়াও, অনুষ্ঠানের আগেই বিজয়ীদেরকে অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি জানানো হবে কিনা তা নিয়েও সিদ্ধান্তহীনতা রয়েছে।
অনুষ্ঠানটি প্রি-রেকর্ডেড হলে মনোনয়ন পাওয়া প্রত্যেক ব্যক্তিকে আগে ভাগেই বক্তব্য রেকর্ড করতে হবে। এবিসি টিভি চ্যানেলে অ্যামি অ্যাওয়ার্ডস প্রচারিত হবে আগামী ২০ সেপ্টেম্বর।
গত মাসে মনোনয়নের পুরো তালিকা প্রকাশিত হয়। আগামী ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত পর্বের ভোটিং।
বিবোম অবলম্বনে/ এজেড/ আগস্ট ০৪/২০২০/১১২৮
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি