![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা কোম্পানি বাইটড্যান্সকে টিকটক বিক্রি করতে দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাইক্রোসফটের কাছে অ্যাপটির মার্কিন অফিস বিক্রি করতে ৪৫ দিনের সময় দিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকটককে কেনার প্রক্রিয়া শেষ করবে মাইক্রোসফট।
মাইক্রোসফট সিইও সত্য নাদেলা টিকটককে কেনার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করলে তিনি এ অনুমতি দেন। রবিবার সত্য নাদেলা তার ব্লগে লেখেন, টিকটক নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগকে আমরা প্রাধান্য দেবো। অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ও আর্থিক লাভের বিষয়টি আমলে নিতে মাইক্রোসফট দায়বদ্ধ।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটক ব্যবহারকারীদের ডেটা নিয়ে তাদের ঝুঁকির মধ্যে ফেলছে। এটি পুরোটা নিয়ন্ত্রণ করছে চীনের কমিউনিস্ট পার্টি। গত সপ্তাহে টিকটক নিষিদ্ধ করার হুমকি দেন ট্রাম্প।
এর পাশাপাশি কোম্পানিটির বিক্রি বিষয়ক চুক্তি নিয়েও আপত্তি তোলেন। তবে রিপাবলিকান দলের অনেক মন্ত্রী এই সিদ্ধান্তের বিপক্ষে মত দেন। তাদের ভাষ্য, অল্প বয়সী তরুণরা টিকটকের মূল ব্যবহারকারী। তাই নভেম্বরের নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে।
সিএনএন অবলম্বনে এজেড/ আগস্ট ০৮/২০২০/১৩১৫
আরও পড়ুন –
টিকটক বিক্রিরও পথ নেই বাইটড্যান্সের
এবার ইউরোপের কনটেন্ট ক্রিয়েটরসের জন্য টিকটকের ৭০ মিলিয়ন ডলার
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি