vivo Y16 Project

স্পেসএক্স ও নাসার ক্রু ড্রাগন মিশন সফল

প্যারাসুটে করে অবতরণ করে ক্রু ড্রাগন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্পেসএক্সের তৈরি ক্রু ড্রাগনে করে নাসার দুই নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন।

রোববার বিকালে প্যারাসুটে করে নাসার নভোচারী ডাউ হার্লে ও বব বেনকেন ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন। এরপর স্পেসএক্সের নৌযান সমুদ্র থেকে তাদেরকে উদ্ধার করে।

এই মিশনের সফল সমাপ্তি দেখতে গিয়েছিলেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। তিনি বলেন, স্পেসএক্সের কর্মী ও নাসার বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ মিশন সফল হয়েছে। ২০০২ সালে প্রতিষ্ঠিত স্পেসএক্স এর আগে কখনও মানুষসহ মহাকাশে রকেট পাঠায়নি। এ প্রসঙ্গে মাস্ক বলেন, মহাকাশে যাওয়ার স্বপ্ন পূরণে ১৮ বছর লেগেছে।

Techshohor Youtube

ক্রু ড্রাগন মিশনে অনেকগুলো নতুন রেকর্ড তৈরি করেছে স্পেসএক্স ও নাসা। এবারই প্রথম টাচস্ক্রিনের মাধ্যমে তাদের মহাকাশ যাত্রা নিয়ন্ত্রণ করেছেন নভোচারীরা। অন্যদিকে, বাণিজ্যিক কোম্পানির রকেটে করে মহাকাশে নভোচারী পাঠানোর ঘটনা নাসার ক্ষেত্রে এটাই প্রথম।

গত ৩০ মে স্পেসএক্সের রকেট ফ্যালকন-৯ এ করে ডাউ হার্লে ও বব বেনকেন মহাকাশে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের উদ্দেশে যাত্রা করেন। পরীক্ষামূলক এই মিশন থেকে তথ্য সংগ্রহ করাই ছিলো মূল উদ্দেশ্য। আগামী ৩০ আগস্ট আরও একটি ক্রু ড্রাগন ফ্লাইট পরিচালনা করবে নাসা ও স্পেসএক্স। এই মিশনে অংশ নেবেন ৪ নভোচারী।

বিবিসি ও সিএনএন অবলম্বনে এজেড/ আগস্ট ০৩/২০২০/১১৩৫

আরও পড়ুন –

ড্রাগন ক্রু ফেরত আসছে আগস্টে 

টাচস্ক্রিনের নিয়ন্ত্রণেই চলছে ক্রু ড্রাগন 

প্রথমবার নভোচারীসহ উড়লো স্পেসএক্সের রকেট 

একবারে ৬০ স্যাটেলাইট পাঠাল স্পেসএক্স 

স্টারলিঙ্ক স্পেস ইন্টারনেটের গতি পরীক্ষার আহ্বান

*

*

আরও পড়ুন

vivo Y16 Project