![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হতে পারে এ আশংকায় ব্যবসা বিক্রি করতে মাইক্রোসফটের সঙ্গে আলোচনা চালাচ্ছিলো বাইটড্যান্স।
আগামী সোমবারই জনপ্রিয় শর্ট ভিডিও তৈরির অ্যাপটি কিনতে প্রস্তুত ছিলো মাইক্রোসফট। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার স্পষ্টভাবে জানিয়েছেন, টিকটক তিনি নিষিদ্ধ করবেন এবং বিক্রি হলেও অ্যাপটি তার সমর্থন পাবে না।
এ ঘোষণার পর মাইক্রোসফট ও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের চুক্তি বিষয়ক আলোচনা থেমে গেছে। মাইক্রোসফটের মালিকানায় টিকটক চলে গেলে যুক্তরাষ্ট্রে আগামী ৩ বছরে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হতো।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটক ব্যবহারকারীদের ডেটা নিয়ে তাদের ঝুঁকির মধ্যে ফেলছে। এটি পুরোটা নিয়ন্ত্রণ করছে চীনের কমিউনিস্ট পার্টি।
তাই এ অভিযোগ থেকে নিস্তার পেতে যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করে মাইক্রোসফটের হাতে ব্যবহারকারীদের তথ্য তুলে দিতে চেয়েছিল বাইটড্যান্স। কিন্তু আজ কালের মধ্য টিকটক নিষিদ্ধ হলে বিক্রি করার সুযোগ হারাবে তারা।
বিবিসি অবলম্বনে এজেড/ আগস্ট ০২/২০২০/১২২৫
আরও পড়ুন –
এবার ইউরোপের কনটেন্ট ক্রিয়েটরসের জন্য টিকটকের ৭০ মিলিয়ন ডলার
ক্রিয়েটরসদের জন্য টিকটকের ২০ কোটি ডলার!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি