Samsung IM Campaign_Oct’20

ডিজিটাল হাটে বিক্রি হয়েছে ২৭ হাজার পশু

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাড়া জাগিয়ে অনলাইনে রেকর্ডসংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিজিটাল পশুর হাটে। 

আয়োজকরা জানিয়েছে, গত কয়েকদিনে সর্বমোট ২৭ হাজার গরু-ছাগল ও অন্যান্য কোরবানির পশু প্লাটফর্মটির মাধ্যমে বিক্রি হয়েছে। 

অনলাইন থেকে ছবি দেখে কৃষকের বাড়িতে এসে বা খামারে এসে ক্রেতারা যে পরিমাণ গরু ক্রয় করেছেন। তার সংখ্যার হবে এর তিন থেকে চারগুণ।

শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক যৌথ অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিজিটাল হাট, ডিজিটাল হাটের সাথে সম্পৃক্ত মার্চেন্ট ও ই-ক্যাব মেম্বারদের অনলাইনে বিক্রি গরু, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬ হাজার ৮০০। জেলাভিত্তিক সরকারি প্লাটফর্মে আরও সাড়ে পাঁচ হাজার।

সর্বোচ্চ নরসিংদী জেলায় সরকারী অনলাইন প্লাটফর্মে পশু বিক্রি হয়েছে ৫১৭টি। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সদস্যভূক্ত কোম্পানির অনলাইন ফ্লাটফর্ম থেকে বিক্রিত পশু ৯ হাজার ৫০০ এর কাছাকাছি।

সরকারী প্লাটফরম ফুড ফর ন্যাশনে ৪০০০ গরু বিক্রি ট্র্যাক করতে পেরেছে।

আয়োজকরা জানান, পুরো অনলাইন বাজারে প্রত্যক্ষ বিক্রিত পশুর সংখ্যা বের হয়ে আসছে। ধারণা করা হয়, আরো লাখ খানেক কোরবানির পশু পরোক্ষভাবে এবারের বিভিন্নভাবে অনলাইন শপ থেকে বিক্রি করা হয়েছে।অন্তত পাঁচলাখ গরু ফেইসবুকসহ বিভিন্ন প্লাটফর্মে প্রদর্শিত হয়েছে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বিশাল এই কর্মযজ্ঞ সফল করতে গিয়ে ডিএনসিসি, আইসিটি ডিভিশন ই-ক্যাব, আইএসএসএল, ধানসিড়ি ও সাদিক এগ্রোর সম্মিলিত টিমকে রাতদিন পরিশ্রম করতে হয়েছে। নানা ধরনের জটিল ইস্যু ছিল এগুলো তারা আন্তরিকতার সাথে সমাধান করেছে।

এটুআইয়ের হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি বলেন, এত অল্প সময়ের মধ্যে এরকম একটি প্লাটফরম তৈরি করে সেখানে শখানেক উদ্যোক্তাকে সংযুক্ত করে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি করে ২৭ হাজার গরু অনলাইনের মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দেয়ার এই কাজ ই-কমার্সের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

ইএইচ/জুলাই৩১/২০২০/১৫৪০

আরও পড়ুন –

ডিজিটাল হাটে গরু কিনে ‘মানবসেবায়’ দিলেন পলক 

পশুর ডিজিটাল হাট শুরু, তিন মন্ত্রী কিনলেন গরু 

সরকারি ফুড ফর ন্যাশন হাটে কোরবানির পশুর রেকর্ড বিক্রি 

ফুড ফর ন্যাশন প্ল্যাটফর্মে কোরবানী পশুর হাট, নিবন্ধন শুরু

*

*

আরও পড়ুন