![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বব্যাপী বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বাজার খুব দ্রুত পড়ে গেছে। এই হারকে অস্বাভাবিক বলছে বিশ্লেষক প্রতিষ্ঠান।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ জানিয়েছে, চলতি বছরের জুন প্রান্তিকে বিশ্বে ২৪ শতাংশ হ্রাস পেয়েছে স্মার্টফোনের বাজার। এই সময়ে বিশ্বব্যাপী বিক্রি হয়েছে ২৭ কোটি ১৫ লাখ স্মার্টফোন।
শুক্রবার কাউন্টার পয়েন্ট রিসার্চ যে প্রতিবেদন দিয়েছে সেখানে দেখা গেছে এই বাজার পড়তির চিত্র।
হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছে তার ফলে বিশ্ববাজারে কিছুটা চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সেই হুয়াওয়েই চীনের অভ্যন্তরে সরবরাহ অব্যাহতভাবে বেশি রাখায় ব্র্যান্ডটি শীর্ষ অবস্থানে উঠে এসেছে।
স্যামসাং লকডাউনে বিশ্বব্যাপী ২৯ শতাংশ বাজার হারিয়েছে।
তবে অ্যাপলের প্রবৃদ্ধি হয়েছে এই সময়ে মাত্র ৩ শতাংশ। নতুন ব্র্যান্ড রিয়েলমি ভালো করেছে, তাদের প্রবৃদ্ধি ১১ শতাংশ।
দ্বিতীয় প্রান্তিকে শাওমি ও ভিভোর বাজার পড়ে গেছে ১৮ শতাংশ, অপোর কমেছে ২০ শতাংশ।
তবে দ্বিতীয় প্রান্তিকে ফাইভজি ফোনের সরবরাহ আগের চেয়ে বেশি হয়েছে বলেও জানিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চ।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই ৩১/২০২০/১৫১০
আরও পড়ুন –
ভারতে স্মার্টফোনে আধিপত্য চীনা ব্র্যান্ডের, বর্জন সম্ভব কী?
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি