Techno Header Top and Before feature image

ইভেন্টের আগেই প্রি-বুকিং শুরু জেড ফ্লিপের

গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইভেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার আগেই নতুন ফোন প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে স্যামসাং।

গ্যালাক্সি ফোল্ডের নতুন সংস্করণ গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভজি এখন স্যামসাংয়ের ওয়েবসাইটে প্রি-বুক করা যাচ্ছে। ফোনটির দাম শুরু হয়েছে ১ হাজার ৪৯৯ ডলার থেকে। ডেলিভারি শুরু হবে আগামী ৭ আগস্ট থেকে।

ফোনটির প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস। এতে দুটি ডিসপ্লে আছে। ভেতরের দিকে ভাঁজ করার ফলে ফোনটিতে ল্যাপটপের মতো বসিয়ে রেখে কাজ করা যাবে।  ফলে ভিডিও কলে কথা বলার সময় ফোনটি হাতে ধরার প্রয়োজন নেই।

আগামী ৫ আগস্ট গ্যালাক্সি জেড ফোল্ড ২ নামের আরেকটি ফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং।

জনপ্রিয় নোট সিরিজের নতুন ফোন গ্যালাক্সি নোট ২০ নিয়েও ইভেন্টে হাজির হবে তারা। এতে থাকবে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এর সেলফি ক্যামেরাটি হবে ৪০ মেগাপিক্সেলের। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে থাকবে ১০৮, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪৫০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট করবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস৭ ও গ্যালাক্স ট্যাব এস৭ প্লাস নামের দুটি ট্যাবলেটও উন্মোচন করতে পারে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটি।

দ্যা ভার্জ অবলম্বনে এজেড/ জুলাই ৩০/২০২০/১৬১৫

আরও পড়ুন –

ভিডিওতে ফাঁস গ্যালাক্সি জেড 

গ্যালাক্সি ইভেন্টে যা আনলো স্যামসাং 

ফোল্ডেবলের স্ক্রিন নিজেরাই বানাবে স্যামসাং

*

*

আরও পড়ুন