ফেইসবুকের চেয়ে দামি টেনসেন্ট

টেনসেন্টের সিইও পনি মা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্টের মূলধন এখন ফেইসবুকের চেয়ে বেশি।

৬৬৪ বিলিয়ন ডলার (৬৬ হাজার ৪০০ কোটি ডলার) মূলধন নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় ৭ নম্বরে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। গত বছরের চেয়ে শেয়ারের মূল্য ৪৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তাদের আয় বেড়ে যায়।

কিছুদিন আগে ফেইসবুককে টপকে যায় আরেক চীনা কোম্পানি আলিবাবা। অনেক বড় বড় ব্র্যান্ড ফেইসবুকে ডিজিটাল অ্যাড দেখানো বন্ধ রাখায় ফেইসবুকের শেয়ারের মূল্য কমেছে। ফলে মূলধনে ফেইসবুককে ছাড়িয়ে গেছে টেনসেন্ট ও আলিবাবা।

Techshohor Youtube

টেনসেন্টের তৈরি মোবাইল গেইম কল অব ডিউটি ও ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট সারা বিশ্বে জনপ্রিয়। এছাড়াও, কিউকিউ নামে ইনস্ট্যান্ট ম্যাসেজিং সার্ভিস রয়েছে তাদের।

টেনসেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা পনি মা হুয়াটেং চীনের শীর্ষ ধনী ব্যক্তি, বিশ্ব তালিকায় তার অবস্থান ২০তম। তার সম্পদের পরিমাণ ৫২.২ বিলিয়ন ডলার (৫ হাজার ২২০ কোটি ডলার)। ১৯৯৮ সালে তিনি টেনসেন্ট প্রতিষ্ঠা করেন। টেনসেন্টের ব্যবসার খাত বেশ বিস্তৃত। অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা লিফট ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতেও তাদের বিনিয়োগ রয়েছে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুলাই ২৯/২০২০/১৬২৬

আরও পড়ুন –

গেইমে শিশুদের আসক্তি কমাতে টেনসেন্টের কড়াকড়ি 

টেনসেন্ট প্রধান চীনের শীর্ষ ধনী 

গুগলকে ছাড়িয়ে আয়ের শীর্ষে টেনসেন্ট

*

*

আরও পড়ুন