![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ১২ ঘণ্টার জন্য টুইটারে বহিস্কৃত হলেন মার্কিন প্রেসিডেন্টে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।
হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের উপকারিতা নিয়ে একটি ভিডিও শেয়ার করায় টুইট করার ক্ষমতা হারান তিনি।
ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন করোনাভাইরাস মোকাবিলায় কার্যকরি এমন কথা ট্রাম্পের মুখেও শোনা গেছে। তবে ওষুধটি ১৫ হাজার করোনা রোগীর শরীরে পরীক্ষা করে এর প্রমাণ পাওয়া যায়নি। বরং এই ওষুধ সেবনকারী রোগীদের হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি হয়েছে।
ফলে হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে ভিডিও শেয়ার করে টুইটারের নীতিমালা ভঙ্গ করেছেন ট্রাম্প জুনিয়র। নিয়ম ভঙ্গের দায়ে ১২ ঘণ্টা তিনি কোনো টুইট পোস্ট করতে পারবেন না। তবে টুইটারের নিউজ ফিড ব্রাউজ করা বা ম্যাসেজ পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। অ্যাকাউন্টটিতে তার ফলোয়ার রয়েছে ৫৩ লাখ।
টুইটারের নিষেধাজ্ঞার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের মুখপাত্র জানিয়েছেন, সিদ্ধান্তটি যথাযথ নয়। বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো স্বাধীন মত প্রকাশে বাধা দিচ্ছে।এখন পর্যন্ত হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে নানা ধরণের তথ্য দিয়েছেন গবেষকরা। সিএনএন চ্যানেলেও গবেষকরা বলেছেন, কোভিড-১৯ রোগ মোকাবিলায় ওষুধটি কার্যকরি হতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে ইতিবাচক বক্তব্যগুলো রাজনৈতিক কারণেই প্রচার করতে দেওয়া হচ্ছে না।
বিবিসি অবলম্বনে এজেড/ জুলাই ২৯/২০২০/১২১৫
আরও পড়ুন –
হ্যাক হয় ১৩০ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট
ট্রাম্পের পোস্টে টুইটারের হস্তক্ষেপ