![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি জায়ান্ট গুগল সাগরের নীচ দিয়ে নতুন নেটওয়ার্ক ক্যাবল স্থাপনের ঘোষণা দিয়েছে।
নতুন ক্যাবলটি ইউরোপের দুটি দেশ যুক্তরাজ্য-স্পেন এবং আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করবে।
নতুন ক্যাবলে প্রতিষ্ঠানটি আরও উন্নত কিছু প্রযুক্তি ব্যবহার করার কথা জানিয়েছে। ফলে আগের যে নেটওয়ার্ক ক্যাবল তার থেকে এই ক্যাবলটি অধিক ক্ষমতাসম্পন্ন হবে।
নেটওয়ার্কের জন্য নতুন ক্যাবলের প্রজেক্টটি আগামী ২০২২ সালের মধ্যে সম্পন্ন করা হবে।
গুগলের মতে, সাগরের নীচের ক্যাবল ডেটা পরিবহণে বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের হিসাবে বিশ্বে মোট ডেটা যোগাযোগের ৯৮ শতাংশ হয়ে থাকে এই ক্যাবলে।
এসব ক্যাবল তৈরি করা হয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। যেন ডেটা পরিবহণে আরও কার্যকরী হয়।
আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রথমবারের মতো ট্রান্সটল্যান্টিক টেলিযোগাযোগ ক্যাবল স্থাপন করা হয় ১৮৫৮ সালে।
বিশ্বে এখন কমপক্ষে ৭ লাখ ৫০ হাজার মাইল ক্যাবল টানানো রয়েছে। যা পৃথিবীকে ১৭ বার প্রদক্ষিণ করতে পারে।
বড় ভূমিকম্প না হলে এই ক্যাবলগুলো দীর্ঘদিন পর্যন্ত সঠিকভাবে ডেটা পরিবহণ করতে পারে।
বিবিসি অবলম্বনে ইএইচ/জুলাই২৮/২০২০/১৬৪০
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি