![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২০২০-২১ মেয়াদের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে রাশেদ আমিন বিদ্যুৎ (লিংকথ্রি টেকনোলজিস লিমিটেড), সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লবকে (অ্যাম্বার আইটি লিমিটেড)।
এছাড়াও সংগঠনটির প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হয়েছেন ফখরুল আলম (এনটিটি লিমিটেড, অস্ট্রেলিয়া) এবং কোষাধ্যক্ষ নুরুল আহসান রাসেল (এম এস সলিউশন)।
নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সায়মন সোহেল বারই (ফাইবার অ্যাট হোম), নুরুল ইসলাম রোমান (অপটুস, অস্ট্রেলিয়া), সুমন কুমার সাহা (পাইপলাইন সিকিউরিটি), জোবায়ের খান (ফাইবার অ্যাট হোম), শায়লা শারমীন (ব্র্যাক ব্যাংক লিমিটেড), মো. আবদুল আওয়াল (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), মো. মিঠু হাওলাদার (ডট ইন্টারনেট), সাব্বির আহমেদ (এক্সরড অনলাইন) এবং উজ্জল কুমার (মাজেদা নেটওয়ার্ক লিমিটেড)।
একই সাথে বিডিনগ বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে এপনিকের নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির।
ইএইচ/জুলাই২৮/২০২০/১৬১০
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি