![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় চার্জিং স্ট্যার্ন্ডার্ড কুইক চার্জের আপগ্রেড সংস্করণ আনছে কোয়ালকম।
ফোনে কুইক চার্জ ৫ প্রযুক্তি যুক্ত হলে ৪৫০০ এমএএইচের ব্যাটারি ৫ মিনিটেই অর্ধেক চার্জ হবে। পুরোপুরি ফোন চার্জ করতে সময় লাগবে ১৫ মিনিট। ৫০ ওয়াটের দুটি ব্যাটারি সেল সমানভাবে চার্জ হবে বলেই সময় কম লাগবে।
২০১৭ সালে কুইক চার্জ ৪+ এনেছিলো কোয়ালকম। উত্তরসূরীর চেয়ে কুইক চার্জ ৫ এর সক্ষমতা হবে ৭০ শতাংশ বেশি। ৪ গুণ দ্রুত সময়ে চার্জ করলেও ফোন ১০ শতাংশ কম গরম হবে।
কুইক চার্জ ৫ এর সাপোর্ট অধিকাংশ ফ্ল্যাগশিপ প্রসেসর সম্বলিত ফোনে পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন ৮৬৫ ও স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রসেসর ছাড়াও, স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজের কিছু প্রসেসরে ও ল্যাপটপে এই প্রযুক্তি কাজ করবে।
বছরের শেষভাগে কয়েকটি ফ্ল্যাগশিপ ফোন কুইক চার্জ ৫ সাপোর্টসহ বাজারে আসবে।
ইউবারগিজমো অবলম্বনে এজেড/ জুলাই ২৮/২০২০/১২০৮
আরও পড়ুন –
কুইক চার্জ ৩+ প্রযুক্তির সূচনা করলো কোয়ালকম
১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি আসছে
ফাস্ট চার্জিং প্রযুক্তি ফোনের উপর কী প্রভাব ফেলে?
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি