Techno Header Top and Before feature image

নাসার ছবিতে নতুন রূপে ধরা দিলো শনি

২ উপগ্রহ ও বলয়সহ শনিগ্রহ। ছবি : নাসা
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  শনি গ্রহের মৌসুমি পরিবর্তনের ছবি ধারণ করেছে নাসার হাবল স্পেস টেলিস্কোপ। ছবিটি তোলা হয় ৪ জুলাই। নাসা থেকে প্রকাশ করা হয় বৃহস্পতিবার।

ছবিতে দেখা যাচ্ছে, শনি গ্রহের উত্তর গোলার্ধ কিছুটা লাল রঙ ধারণ করেছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের তাপের কারণে গ্রহটির ওই অংশ কিছুটা লাল রঙ ধারণ করেছে। গ্রহটির উত্তর গোলার্ধে এখন গ্রীষ্মকাল চলছে বলে ধারণা করছেন তারা।

তবে শনির গ্রীষ্মকাল আমাদের কল্পনার চেয়ে অনেকটাই আলাদা। কারণ গ্রহটির গড় তাপমাত্রা মাইনাস ১৭৮ ডিগ্রি সেলসিয়াস।

ছবিটিতে শনির বলয়ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই বলয়ে রয়েছে ছোট-বড় অসংখ্য বরফ খণ্ড ও গ্যাস। বলয়ের বাইরে ডান দিকে ‘এনসালাডাস’ ও নিচে মাইমাস নামের দুটি উপগ্রহ দেখা যাচ্ছে ছবিতে। তবে শনির উপগ্রহ সংখ্যা দুটি নয়, ৮২টি। এর মধ্যে ৫৩টির নাম প্রকাশিত হয়েছে। পৃথিবী থেকে ৮৩ কোটি ৯০ মাইল দূরে অবস্থিত শনি গ্রহের মূল উপাদন হাইড্রোজেন ও হিলিয়াম।

উল্লেখ্য, সৌরজগতের তথ্য সংগ্রহে ৩০ বছর আগে মহাকাশে হাবল স্পেস টেলিস্কোপ পাঠায় নাসা। টেলিস্কোপ এ পর্যন্ত বিভিন্ন গ্রহ উপগ্রহ পর্যবেক্ষণ করে ১০ লাখেরও বেশি তথ্য পেয়েছে নাসা।

স্পেস ডটকম ও ম্যাশেবল অবলম্বনে এজেড/ জুলাই ২৭/২০২০/১৪৩৫

আরও পড়ুন –

নেপচুনের উপগ্রহে যেতে চায় নাসা 

রোভারের মঙ্গল যাত্রা ফেইসবুকে দেখাবে নাসা 

মঙ্গলে যেতে প্রস্তুত নাসার হেলিকপ্টার!

*

*

আরও পড়ুন