Techno Header Top and Before feature image

ক্রিয়েটরসদের জন্য টিকটকের ২০ কোটি ডলার!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও ক্রিয়েটরসদের জন্য ২০ কোটি মার্কিন ডলার দেবার ঘোষণা দিয়েছে টিকটক।

চীনা প্রতিষ্ঠানটি ভারতে বন্ধ হয়ে চাপে পড়ার পর যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও নিষিদ্ধ হতে যাচ্ছে এমন খবর ফলাও হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দেশটিতে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ঘোষাণ পর এবার সেখানেই ক্রিয়েটরসদের জন্য ২০ কোটি মার্কিন ডলার দেবার ঘোষণা দিল চীনা স্টার্টআপটি।

টিকটক ক্রিয়েটরস ফান্ড নামের ওই কর্মসূচিতে যারা টিকটকে উদ্ভাবনী কনটেন্ট তৈরিতে কাজ করতে চান তাদের দেয়া হবে বলে জানানো হয়েছে।

এক ব্লগ পোস্টে টিকটক জানিয়েছে, যেসব ক্রিয়েটর উচ্চাভিলাশী, কনটেন্ট তৈরিতে সময় ও মেধা ব্যয় করছে তাদের সহায়তা করা আমাদের দায়িত্ব। সে কারণেই এমন সিদ্ধান্ত নেয়া।

অবশ্য যুক্তরাষ্ট্রে একটা বড় ধরনের চাপে পড়েছে টিকটক। মার্কিন প্রশাসন অভিযোগ তুলেছে, টিকটক তাদের ডেটা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে শেয়ার করে। তবে টিকটক অভিযোগ অস্বীকার করেছে।

টিকটক বলেছে, তারা ডেটা চীনের বাইরে সংরক্ষণ করে এবং নিজেরা ছাড়া কারো সঙ্গে তা শেয়ার করে না।

ইতোমধ্যে টিকটক চীন থেকে মার্কিন কেন্দ্রিক হবার জন্য নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মার্কিন নাগরিককে প্রধান নির্বাহী, চীন থেকে মূল অফিস সরিয়ে নেয়াও যার মধ্যে অন্যতম।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই ২৭/২০২০/০৮০০

আরও পড়ুন –

যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্বে যেভাবে ধরা খেলো টিকটক

করোনার ভুয়া তথ্য, টিকটক সরালো মিলিয়ন অ্যাকাউন্ট, ভিডিও 

হংকং ছাড়লো টিকটক 

ভারতে নিষিদ্ধ টিকটক, উইচ্যাটসহ ৫৯ চীনা অ্যাপ

*

*

আরও পড়ুন