![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) একটি প্রশিক্ষণ দিয়েছে।
‘গ্রোয়িং বিজনেস উইথ ক্লাউড : ভার্চুয়ালি অ্যান্ড গ্লোবালি’ নামের ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনলাইনে।
গত শনিবার প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর।
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তির রূপ দ্রুত বদলে যাচ্ছে। পরিবর্তনশীল হালনাগাদ তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ব্যবহার ব্যবসার ধরনে নতুনত্ব আনছে। ফাইলের স্তুপ ছেড়ে আমরা হার্ডডিস্ক, এসএসডিতে ডেটা সংরক্ষণ করেছি। এখন ক্লাউডেই সব ডেটা নিরাপদে রাখা যাচ্ছে।
বিসিএস যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর সলিউশন আর্কিটেকচার বিভাগের লিডার এবং ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাহদি-উজ জামান।
অনলাইনে প্রায় দুই শতাধিক বিসিএস সদস্য এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ সম্পর্কে সম্যক ধারণা দিয়ে মোহাম্মদ মাহদি-উজ জামান বলেন, ক্লাউডের ব্যবহার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা পরিচালনার খরচ বাঁচাতেও ক্লাউডের ভূমিকা অপরিসীম। ক্লাউডের অন্যতম সুবিধা হলো এখানে গ্রাহকরা শুধু দেশীয় নন।
দেড় ঘণ্টার সেশনে তিনি ‘ক্লাউডের সাথে ক্রমবর্ধমান ব্যবসা’ সম্পর্কে দর্শনার্থীদের একটি স্বচ্ছ ধারণা প্রদান করেন।
ইএইচ/জুলাই২৭/২০২০/০৬৫৮
আরও পড়ুন –