জ্যাক মা'কে ভারতের আদালতে সমন জারি

jack-ma-techshohor
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে সমন পাঠিয়েছে ভারতীয় আদালত ।

প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী অভিযোগ করার পর দেশটির আদালত জ্যাক মা’কে ডেকে পাঠালো।

প্রতিষ্ঠানটির অ্যাপে ভুয়া খবর এবং সেন্সরশিপ দেখে আপত্তি জানিয়ে ওই কর্মী চাকরি হারিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তিনি।

Techshohor Youtube

কিছুদিন আগেই চীনা প্রতিষ্ঠান আলিবাবার ইউসি ব্রাউজার, ইউসি নিউজসহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। সেই ধাক্কার কয়েকদিনের মাথায় এমন মামলার ঘটনা সামনে এসেছে।

আলিবাবার ইউসি ওয়েবের সাবেক ওই কর্মীর নাম পুষ্পান্দ্রা সিং পারমার। তার অভিযোগ, চীনের পক্ষে নয় এমন কনটেন্ট সেন্সর করে অ্যাপটি এবং সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরিতে ভুয়া খবর দেখায় ইউসি ব্রাউজার ও ইউসি নিউজ।

পুষ্পান্দ্রা সিং জুলাইয়ের ২০ তারিখ ওই অভিযোগ করেন।

নতুন দিল্লির স্যাটেলাইট শহর হিসেবে পরিচিত গুরুগ্রামের দেওয়ানী আদালতের বিচারক সোনিয়া শ্যোকান্ড আলিবাবা, জ্যাক মা এবং প্রতিষ্ঠানের ডজনখানেক ইউনিট বা ব্যক্তিকে সমন পাঠান, জুলাইয়ের ২৯ তারিখ সরাসরি নিজে বা আইনজীবির মাধ্যমে আদালতে উপস্থিত হওয়ার এক নির্দেশ দিয়েছেন তিনি।

প্রতিষ্ঠান ও এর নির্বাহীদের কাছ থেকে ৩০ দিনের মধ্যে লিখিত উত্তরও চেয়েছেন বিচারক।

ভারতীয় বাজার এবং স্থানীয় কর্মীকল্যাণ বিষয়ে অবিচল প্রতিশ্রুতির উল্লেখ করে ইউসি ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে তদের নীতিমালা স্থানীয় আইন মেনে চলে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, আমরা এই মূহূর্তে চলমান মামলা প্রশ্নে মন্তব্য করতে চাচ্ছি না।

আলিবাবা প্রতিনিধিরা চীনা প্রতিষ্ঠানটি বা এর প্রতিষ্ঠাতার পক্ষে কোনো মন্তব্য করেননি।

২০১৭ সালের অক্টোবর পর্যন্ত গুরুগ্রামের ইউসি ওয়েব অফিসে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন পুষ্পান্দ্রা। মামলায় ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ ৬৮ হাজার ডলার চাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে পুষ্পান্দ্রার আইনজীবী কোনো মন্তব্য করেননি।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই২৬/২০২০/১৬৫০

আরও পড়ুন –

যে অ্যাপ ও ওয়েবসাইটগুলো চীনে নিষিদ্ধ 

প্লে স্টোর থেকে সরানো হল ইউসি ব্রাউজার 

বিলাসী যা কিছুর মালিক তারা 

*

*

আরও পড়ুন