![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যামাজনের প্রকৌশলীরা সব সময়ই তাদের বক্সের আকার ছোট করার উপায় খোঁজেন।
বক্স ছোট হলে দুটি সুবিধা পাওয়া যায়। এক, প্যাকিংয়ের উপকরণ কম লাগে। দুই, এক গাড়িতেই অনেক বক্স ধরে। বার বার গাড়িতে করে পণ্য বহনের প্রয়োজন পড়ে না। এতে কম তেল খরচ হয়, কার্বন নিঃস্বরণও কমে। ২০৪০ সালের মাধ্যে কার্বনের নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। তারই অংশ হিসেবে বক্সগুলো পুনরায় ব্যবহারযোগ্য করার পরামর্শ দিয়েছে তারা।
কার্ডবোর্ডের তৈরি বক্সগুলো দিয়ে কী কী খেলনা বানানো যায় তার একটি তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে অ্যামাজন। এ তালিকায় আছে রোবট কস্টিউম, রকেট, বক্স কার উইন্ডমিল, পোষা প্রাণীর ঘর।
কীভাবে এগুলো বানাতে হবে তা জানাতে লিঙ্কও দিয়েছে তারা। সেখানে ক্লিক করলেই বানানোর পুরো কৌশল জানা যাবে।
ইউবারগিজমো অবলম্বনে এজেড/ জুলাই ২৫/২০২০/১৪২৪
আরও পড়ুন –
সর্বকালের চূড়ায় অ্যামাজনের শেয়ার মূল্য
পরিবেশ বাঁচাতে অর্থ দেবেন বেজস
অনলাইনে গ্রোসারি ডেলিভারি কার্বন নিঃসরণ কমায় ৪৩% : বেজস
কার্বন নিঃসরণ বাড়াচ্ছে অনলাইন শপিং?
এক লাখ ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে অ্যামাজন
Casino Pin AP, MDB-də ilk növbədə geniş əyləncə səbəbindən populyarlıq qazandı. Slotsun böyük bir seçimi qumar portalında təqdim olunur. Onların arasında həm isti xəbərlər, həm də çoxdan klassik hesab olunan modellər var. Ziyarətçilər, itirilmiş xəzinə, Misirin mirası, Olympusun qapıları, döymə kitabı və sair kimi cihazlarla xüsusilə populyardır. Yeni maşınlar mütəmadi olaraq portalda görünür. https://pin-up-casino.win/az in fərqli bir xüsusiyyəti rəsmi oyun təminatçıları ilə birbaşa əməkdaşlıqdır. Bu, yuva proqramı kodunda dəyişiklik olmamasını təmin edir.