![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিসপ্লের ভাঙন ঠেকাতে নতুন সংস্করণের গরিলা গ্লাস আনছে গ্লাস নির্মাতা কোম্পানি কর্নিং।
নতুন এই গ্লাসের নাম গরিলা গ্লাস ভিক্টাস। তাই সর্বশেষ সংস্করণ গরিলা গ্লাস ৬ এর পর গরিলা গ্লাস ৭ আর আসছে না। স্ক্র্যাচ প্রতিরোধে গরিলা গ্লাস ৬ এর থেকে ভিক্টাসের সহ্য ক্ষমতা হবে দুই গুণ বেশি। সাড়ে ৬ ফুট উপর থেকে শক্ত মেঝেতে ফোন পড়লেও তা অক্ষত থাকবে।
এই গ্লাস কতোটা শক্তিশালী হবে তা বোঝাতে সংবাদ কর্মীদের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে কর্নিং। সেখানে দেখা যাচ্ছে, উপর থেকে শক্ত কাঠামোর উপর ফোন ছুঁড়ে ফেলা হলেও তা অক্ষত থাকছে।
শীঘ্রই এ গ্লাস দেখা যাবে স্যামসাংয়ের ডিভাইসে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিক্টাস গ্লাস সম্বলিত ডিভাইস আনার ঘোষণা দেবে তারা।
অ্যাপলের পরবর্তী ফোনে এই গ্লাস দেখা যাবে কিনা তা জানা যায়নি। তবে প্রায় সব অ্যাপল ডিভাইসেই গরিলা গ্লাস থাকে।
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ জুলাই ২৫/২০২০/১২৫
আরও পড়ুন –
স্মার্টফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার উপায়
কর্নিং গ্লাসে আরও বিনিয়োগ করছে অ্যাপল
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি