চীনের মঙ্গল মিশন শুরু

লাল গ্রহ মঙ্গলে যাচ্ছে চীনের রকেট লং মার্চ ৫। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো মঙ্গলের উদ্দেশে রকেট পাঠিয়েছে চীন।

বৃহস্পতিবার সকালে হাইনান দ্বীপের ওয়ানচাং স্পেসপোর্ট থেকে তারা লং মার্চ ৫ নামের একটি রকেট উৎক্ষেপণ করে। আগামী ফেব্রুয়ারিতে মহাকাশ যানটি মঙ্গলে পৌঁছাবে।

মঙ্গলকে পর্যবেক্ষণ করতে ৬ চাকার রোভার তিয়ানওয়েন-১, অরবিটার ও ল্যান্ডার পাঠিয়েছে চীন। তিয়ানওয়েন-১ রোভারের নামেই মিশনের নাম করণ করা হয়েছে। রোভারটির ওজন ২৪০ কেজি। এটি চলবে সোলার প্যানেলের সাহায্যে। মঙ্গলের ছবি তুলতে এতে ক্যামেরা ও নেভিগেশন এইড থাকবে। আলাদা ৫ ধরনের যন্ত্র দিয়ে মঙ্গলের পাথরে থাকা খনিজ পদার্থগুলো শনাক্ত করা হবে। পানি ও বরফের অস্তিত্ব খুঁজতেও সন্ধান চালানো হবে।

Techshohor Youtube

প্রতি ২ বছরে একবার মাত্র মঙ্গল গ্রহ পৃথিবীর কাছাকাছি আসে। এ সময় পর হয়ে গেলে অপেক্ষা করতে হয় আরও দুই বছর। জুলাই থেকে আগস্টই মহাকাশ যান পাঠানোর সবচেয়ে উপযুক্ত সময়। তাই এ সুযোগে ১১ দিনের ব্যবধানে ৩টি মহাকাশ যান মঙ্গলের উদ্দেশে পাঠানো হচ্ছে।

ইতোমধ্যে মহাকাশ যান ‘হোপ’ পাঠিয়েছে আরব আমিরাত। তাদের পাঠানো রোভারটি মঙ্গলের আবহাওয়া নিয়ে গবেষণা চালাবে। আগামী ৩১ জুলাই যুক্তরাষ্ট্রও রোভার পাঠাবে মঙ্গলের উদ্দেশে।

বিবিসি ও দ্য ভার্জ অবলম্বনে এজেড/জুলাই ২৩/২০২০/১৪৪২

আরও পড়ুন –

মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠালো ইউএই 

রোভারের মঙ্গল যাত্রা ফেইসবুকে দেখাবে নাসা 

মঙ্গলে যেতে প্রস্তুত নাসার হেলিকপ্টার!

*

*

আরও পড়ুন