![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ধন্যবাদ গ্রাহকদের জন্য অনলাইনে কোরবানির পশু কেনায় ফ্রি হোম ডেলিভারি সুবিধা দিচ্ছে মোবাইল অপারেটর রবি।
কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতেও যেন গ্রাহকদের কোরবানির পশু কেনার আনন্দ ম্লান না হয় এজন্য বেশ কয়েকটি ভেরিফাইড ও নির্ভরযোগ্য অনলাইন গবাদি পশু বিক্রেতাদের ধন্যবাদ কার্যক্রমের আওতায় একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে এনেছে রবি।
ঢাকার গ্রাহকরা গরুচাই ডটকম, অথবা ডটকম, ই-অর্ডার, সবকিছু ডটকম, ফ্রেশ মিট অ্যান্ড এগ্রো, বাই অ্যান্ড বাজার থেকে সেবাটি নিতে পারবেন।
আরবি’স এগ্রো ডটকম, আরবান ডেইরি ফার্ম ও চাটগাইয়্যা এগ্রো ফার্ম থেকে চট্টগ্রামের এবং জারিফ ডেইরি ফার্ম থেকে সেবাটি নিতে পারবেন কুমিল্লার গ্রাহকরা।
এই অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে পশু কেনার ক্ষেত্রে ফ্রি হোম ডেলিভারির পাশাপাশি বিশেষ অফার হিসেবে রবির গ্রাহকদের জন্য থাকছে ওজন মাপার যন্ত্র, মশলার প্রাইস বান্ডেলের ওপর ছাড় এবং মিট বক্স। ঢাকার গ্রাহকদের জন্য কসাই সেবাও দিচ্ছে সবকিছু ডটকম।
ইএইচ/জুলাই২২/২০২০/১৭০০
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি