![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স অন্য দেশের মতো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় উপমহাদেশে। বিশেষ করে নতুন সব কনটেন্ট দিয়ে ভারতে তুমুল জনপ্রিয় হয়েছে প্ল্যাটফর্মটি।
এবার দেশটিতে স্মার্টফোনের জন্য সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্যাকেজ আনার জন্য পরীক্ষা শুরু করেছে নেটফ্লিক্স।
মার্কিন স্ট্রিমিং জায়ান্টটি ভারতে মোবাইল প্লাস নামের প্যাকেজ আনার কাজ করছে। যেখানে মোবাইলে এইচডি কনটেন্ট দেখতে ব্যবহারকারীকে মাসে খরচ করতে হবে ৩৫৯ রুপি। মোবাইলের পাশাপাশি অবশ্য এই প্যাকেজে দেখা যাবে ট্যাবলেট, পিসি বা ল্যাপটপে।
তবে সর্বনিম্ন খরচে মোবাইলের একটি প্যাকেজও আনতে চায় নেটফ্লিক্স। যেখানে গ্রাহক মাত্র ১৯৯ রুপি খরচ করে সারা মাস নেটফ্লিক্স থেকে মুভি সিরিজ বা অন্য কনটেন্ট দেখতে পারবেন।
অবশ্য এসব কনটেন্ট এইচডি হবে না। এমনকি এসব টিভি বা কম্পিউটার স্ক্রিনেও দেখার সুযোগ বা সুবিধা পাবেন না গ্রাহকরা।
ভারতে এখন সর্বনিম্ন ৪৯৯ রুপি থেকে নেটফ্লিক্সের প্যাকেজ শুরু হয়।
স্ট্রিমিং সাইটটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা ভারতে গ্রাহকদের কথা বিবেচনা করেই এমন পরিকল্পনা করেছে। যেখানে কমমূল্যে কনটেন্ট দেখা যাবে। এতে তাদের গ্রাহক বাড়বে বলেও বলছেন তারা।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই২২/ ২০২০/ ১২১৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি