Samsung IM Campaign_Oct’20

ওয়ানপ্লাস বাডসে মিলবে ৭ ঘণ্টার ব্যাকআপ

৩ রঙে ওয়ানপ্লাস বাডস। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানপ্লাসের ইভেন্টে ফোনের পাশাপাশি এয়ারবাডসও উন্মোচিত হয়েছে। ওয়্যারলেস এয়ারবাডসটির নাম ওয়ানপ্লাস বাডস।

ওয়ানপ্লাস বাডসে আছে কাস্টমাইজেবল টাচ কন্ট্রোল। গান শুনতে বা বন্ধ করতে দুই বার ট্যাপ করতে হবে এয়ারবাডসের মাঝের গোলাকার অংশে। লম্বা সময় ধরে ট্যাপ করলে চালু হবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

ডিপ বেজ ও ক্লিয়ার সাউন্ডের জন্য এতে রয়েছে ১৩.৪ মিলিমিটারের ডাইনামিক ড্রাইভারস, ডলবি অ্যাটোম, বেজ বুস্ট ও অডিও টার্নার সাপোর্ট। ঘাম ও পানি নিরোধী ডিভাইসটির ওয়াটার রেজিসট্যান্স রেটিং আইপিএক্স৪।

চার্জিং কেইসে থাকবে ৪৩০ এমএএইচ শক্তির ব্যাটারি। এয়ারবাডসে থাকবে ৩৫ এমএএইচ শক্তির ব্যাটারি, যা দিয়ে টানা ৭ ঘণ্টা গান শোনা যাবে। চার্জিং কেইসের মাধ্যমে পর পর ৪ বার চার্জ দিয়ে মিলবে ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ।

চার্জিং কেইসে ১০ মিনিট চার্জ দিলেই পাওয়া যাবে ১০ ঘণ্টার প্লেব্যাক ব্যাকআপ। পুরোপুরি চার্জিং কেইসটি চার্জ করতে সময় লাগবে ৮০ মিনিট।

ওয়ানপ্লাস বাদে অন্য কোনো ফোন ব্যবহারকারীরা এর সব ফিচার ব্যবহার করতে পারবেন না। হাফ ইন এয়ার ডিজাইনের এয়ারবাডসটি পাওয়া যাবে নীল, ছাই ও সাদা রঙে। ইতোমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

নয়েজ ক্যান্সেলেশন ফিচার সম্বলিত এয়ারবাডসটির দাম ধরা হয়েছে ৭৯ ডলার (৬ হাজার ৬৩৬ টাকা)।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ জুলাই ২২/২০২০/১২১০

আরও পড়ুন –

এআর প্রযুক্তির মাধ্যমে ছোঁয়া যাবে ওয়ানপ্লাস নর্ড 

৬ ক্যামেরাসহ এলো ওয়ানপ্লাস নর্ড 

ওয়ানপ্লাসের প্রথম ওয়্যারলেস হেডফোন

*

*

আরও পড়ুন