৬ ক্যামেরাসহ এলো ওয়ানপ্লাস নর্ড

ওয়ানপ্লাস নর্ড। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে উন্মোচিত হলো ওয়ানপ্লাসের মিডরেঞ্জের ফোন ওয়ানপ্লাস নর্ড। ওয়ানপ্লাস সব সময় ফ্ল্যাগশিপ এনে থাকে।

২০১৫ সালের পর আর কোনো মিডরেঞ্জের ফোন আনেনি ওয়ানপ্লাস। তাই ফোনটি নিয়ে অনলাইনে আলোচনার কমতি ছিলো না। ওয়ানপ্লাস নর্ডেে স্পেসিফিকেশন নিচে তুলে ধরা হলো।

ফোনটির স্ক্রিন ৬ দশমিক ৪৪ ইঞ্চি লম্বা। ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং রেসপন্স রেট ১৮০ হার্জ। ডিসপ্লের ভাঙন রোধে আছে গোরিলা গ্লাস ৫।

Techshohor Youtube

সব মিলিয়ে এতে ক্যামেরা রয়েছে ৬টি। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপে রয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের ৪৮ মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ও আল্ট্রাওয়াইড ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ।

সামনে রয়েছে ডুয়েল ক্যামেরা। ছবি : ইন্টারনেট

ফাইভজি ফোনটির প্রসেসরে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি চিপসেট। ব্যাটারির শক্তি ৪১১৫ এমএএইচ, যা র‍্যাপ চার্জ ৩০টি ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ১০।

অফিশিয়ালি এতে কোনো আইপি রেটিং দেওয়া হয়নি। তবে ওয়ানপ্লাসের সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই জানিয়েছেন, পানির ৩০ মিটার গভীর পর্যন্ত ৩০ সেকেন্ড টিকতে পারবে ফোনটি। 

ফোনটির ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৩৫ ডলার (২৮ হাজার টাকা), ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৭৫ ডলার (৩১ হাজার ৫০০ টাকা) এবং ১২ জিবি র‍্যাম ও২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৪০২ ডলার (৩৩ হাজার ৭৬৮ টাকা)।

সর্বপ্রথম ভারত ও ইউরোপের বাজারে পাওয়া যাবে ফোনটি। বিক্রি শুরু হবে ৪ আগস্ট থেকে।

দ্য ভার্জ ও বিবোম অবলম্বনে এজেড/ জুলাই ২২/২০২০/১০২০

আরও পড়ুন – 

ওয়ানপ্লাস বাডসে মিলবে ৭ ঘণ্টার ব্যাকআপ 

এআর প্রযুক্তির মাধ্যমে ছোঁয়া যাবে ওয়ানপ্লাস নর্ড

*

*

আরও পড়ুন