vivo Y16 Project

৫ডি সিরিজকে বিদায় জানাচ্ছে ক্যানন

ক্যাননের জনপ্রিয় ক্যামেরা ৫ডি মার্ক টু। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পেশাদার ফটোগ্রাফারদের প্রিয় সিরিজ ইওএস ৫ডি এর বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন।

২০১৯ সালের অক্টোবরেও খবর বেড়িয়েছিল, ৫ডি মার্ক ফাইভ আসছে ২০২০ এর শেষ ভাগে। করোনাভাইরাসের কারণে এই পরিকল্পনায় ছেদ পড়ে । এছাড়াও, বাজারে এখন মিররলেস প্রযুক্তির কদর বেড়েছে।

ফটোগ্রাফি বিষয়ক নিউজ সাইট এফস্টপারসের মতে, ক্যানন ৫ডি মার্ক ফাইভ এর ঘোষণা দিলেও তা ২০২১ এর আগে বাজারে আসতো না। সেক্ষেত্রে ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে ক্যামেরাটির মেয়াদ ফুরিয়ে যেত। মিররলেস প্রযুক্তির ক্যামেরা আনতে  ততদিন পর্যন্ত অপেক্ষা করতে চায়নি ক্যানন।

Techshohor Youtube

ফলে এ সিরিজের সর্বশেষ মডেল হতে যাচ্ছে ক্যানন মার্ক ৫ডি মার্ক ফোর। আপগ্রেড সংস্করণ হিসেবে আর ইওএস ৫ডি মার্ক ফাইভ বাজারে আসবে না।

ক্যানন ২০০৫ সালে ফুল ফ্রেমের ক্যামেরা ইওএস ৫ডি বাজারে আনার ঘোষণা দেয়। এতে ছিলো ১২.৮ মেগাপিক্সেলের সেন্সর। এরপর একে একে বাজারে আসে ৫ডি টু, ৫ডি থ্রি ও ৫ডি ফোর। পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের পছন্দের শীর্ষে থাকায় এই সিরিজের ক্যামেরা দিয়ে অনেক টিভি সিরিজ তৈরি হয়েছে।

ইউবারগিজমো ও পেটাপিক্সেল অবলম্বনে এজেড/ জুলাই ২১/২০২০/১২১৫

আরও পড়ুন –

ক্যাননের ক্যামেরা চলবে ওয়েবক্যাম হিসেবে 

ক্যানন আনছে ২ ক্যামেরা 

৭ডি সিরিজ বন্ধ করছে ক্যানন

*

*

আরও পড়ুন

vivo Y16 Project