![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ে সুপার চার্জিং প্রযুক্তি এনেছে। বিশেষ করে তারা ওয়্যারলেস চার্জিংয়ে ৪০ ওয়াটের প্রযুক্তি এনেেছ। একই সঙ্গে তারা ক্যাবল দিয়েও ৪০ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি রয়েছে।
কিন্তু দুটি একই প্রযুক্তি হলেও ওয়্যারলেস এবং ওয়্যারসহ চার্জিং এর পার্থক্য কতটুকু?
প্রথমত, এটি ৫০ওয়াটের উপরে আউটপুট পাওয়ারসহ হুয়াওয়ে সুপারচার্জ অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তবে এজন্য এর নিজস্ব স্ট্যান্ডার্ড ডেটা কেবল ব্যবহার করা দরকার হবে। আর ব্র্যান্ডটির শুধু পি৪০ প্রো প্লাসে ডিভাইসে এটি সাপোর্ট করে।
একটি ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পুরো চার্জ করতে হুয়াওয়ের ওয়্যারলেস সুপার চার্জ প্রযুক্তিতে ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত সময় লাগে ১ ঘণ্টা ২২ মিনিট। তবে এটি শুধু হুয়াওয়ে পি৪০ প্রো প্লাস ফোনেই সম্ভব হবে।
তবে এটি চার্জিং কেবলের চেয়ে সময় কিছুটা বেশি লাগে। একই প্রযুক্তির ক্যাবল চার্জারে হুয়াওয়ের পি৪০ প্রো প্লাস পুরো চার্জ হতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা ১০ মিনিট। অর্থাৎ এটিতে ১২ মিনিট সময় কম লাগে।
পরীক্ষার প্রথম ২৫ শতাংশ ব্যাটারি চার্জ করতে ওয়্যারলেস চার্জিংয়ে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। যা ওয়্যারের ক্ষেত্রে আরেকটু কম বলেও জানা গেছে।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই২১/২০২০/১১১০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি