Samsung HHP Online Campaign

একদিনে ২ ফ্ল্যাগশিপ আনছে স্যামসাং

স্যামসাং গ্যালাক্সি নোট ২০। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি নোট ২০ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। একই দিনে তারা গ্যালাক্সি ফোল্ড ২ বাজারে আনারও ঘোষণা দেবে।

টুইটারে স্যামসাং ইউকের অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্ট গ্যালাক্সি ইভেন্টের আয়োজন করা হবে। তাদের ওয়েবসাইটে ইভেন্টটি লাইভ দেখানো হবে। সেখানেই উন্মোচন করা হবে নতুন ফোল্ডেবল ফোন।

অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, গ্যালাক্সি ফোল্ড ২ এ থাকবে দুটি ডিসপ্লে। বাইরের ডিসপ্লে হবে ৬.২৩ ইঞ্চির এবং ভেতরের ডিসপ্লে হবে ৭.৫৯ ইঞ্চির। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫। এর সঙ্গে থাকবে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।

Techshohor Youtube

জনপ্রিয় নোট সিরিজের নতুন ফোন গ্যালাক্সি নোট ২০ নিয়েও ইভেন্টে হাজির হবে স্যামসাং। এতে থাকবে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এর সেলফি ক্যামেরাটি হবে ৪০ মেগাপিক্সেলের। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে থাকবে ১০৮, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪৫০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট করবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

৫ আগস্টের ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস৭ ও গ্যালাক্স ট্যাব এস৭ প্লাস নামের দুটি ট্যাবলেটও উন্মোচন করতে পারে স্যামসাং।

বিবোম অবলম্বনে এজেড/ জুলাই ২০/২০২০/১২৪০

আরও পড়ুন –

দুটি ফ্ল্যাগশিপের ফিঙ্গারপ্রিন্টের ত্রুটি সারালো স্যামসাং 

স্যামসাংও চার্জার বাদ দিতে পারে 

দেশে তৈরি গ্যালাক্সি এস২০ সিরিজ আনলো স্যামসাং

*

*

আরও পড়ুন