![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের অর্ধেক শেষ হয়ে গেছে। এই ৬ মাসে ইউটিউবে যে চ্যানেল বা ভিডিওগুলো সবচেয়ে বেশি বার খোঁজা হয়েছে সেগুলোর তালিকা তৈরি করেছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন টুল সরবরাহের কোম্পানি আহরেফস।
৮০ কোটি কিওয়ার্ড বিশ্লেষণ করে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০০ চ্যানেলের তালিকা প্রকাশ করেছে তারা। কিওয়ার্ড এক্সপ্লোরার টুলের মাধ্যমে তৈরিকৃত এ তালিকার শীর্ষ ১০ এ আছে-
১. কে-পপ ব্যান্ড বিটিএস
২. পিউডিপাই
৩. মানসিক চাপ কমানোর ভিডিও চ্যানেল এএসএমআর
৪. মার্কিন গায়িকা বিলি এইলিশের চ্যানেল
৫. বাচ্চাদের চ্যানেল বেবি শার্ক
৬. ম্যাক্সিকান এন্টারটেইনমেন্ট চ্যানেল বাবাদুন
৭. কে-পপ ব্যান্ডের চ্যানেল ব্ল্যাক পিংক
৮. মার্কিন গান ওল্ড টাউন রোড
৯. মিউজিক
১০. ফোর্টনাইট
আহরাফস তাদের বিশ্লেষণে জানিয়েছে, সারা বিশ্বেই গান শোনার ক্ষেত্রে ইউটিউবের ব্যবহার বেড়েছে। তালিকার শীর্ষ ১০০ এর মধ্যে ৫৭ টি সার্চই গান কেন্দ্রিক।
এদিকে, যুক্তরাষ্ট্রের ইউটিউব ব্যবহারকারীরা ব্র্যান্ডেড কনটেন্ট খুঁজেছেন বেশি। অর্থাৎ তাদের উপর ইউটিউবারদের প্রভাব বেশি। সে দেশের শীর্ষ ১০০ সার্চের মধ্যে ৫০টিই ইউটিউবার কেন্দ্রিক। বাকি বিশ্বে ইউটিউবারদের কনটেন্ট খুব বেশি জনপ্রিয় নয়।
সার্চ ইঞ্জিন জার্নাল অবলম্বনে এজেড/ জুলাই ১৯/২০২০/১৪৫২
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি