![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইলের ম্যাসেঞ্জারেও এখন থেকে স্ক্রিন শেয়ার করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা নতুন এক আপডেটে এই সুবিধা পাবেন।
গ্রুপ চ্যাটের ক্ষেত্রে ৮ জনের কাছে স্ক্রিন শেয়ার করা যাবে। ম্যাসেঞ্জার রুমে ১৬ জনকে একসঙ্গে ফোনের স্ক্রিন দেখানো যাবে। অচিরেই, সংখ্যাটি ৫০ এ উন্নীত করা হবে বলে জানিয়েছে ফেইসবুক।
স্ক্রিন শেয়ারের জন্য ম্যাসেঞ্জারের সর্বশেষ সংস্করণটি ইন্সটল করতে হবে। ভিডিও কল চালুর পর সোয়াইপ আপ করে কল অপশন আনতে হবে। এরপরে share your screen এ গিয়ে start sharing ক্লিক করতে হবে। এতে start broadcast লেখাটি ভেসে উঠলে যা দেখাতে চান তা নেভিগেট করে বের করতে হবে। দেখানো শেষ হলে কলে ফিরে ব্রডকাস্ট বন্ধ করতে হবে।
স্ক্রিন শেয়ার করে একত্রে অনলাইন শপিং করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ফিচারটির মাধ্যমে ছবি স্ক্রল ডাউন করে দেখানো যাবে। সোশ্যাল মিডিয়ার পোস্টও একত্রে দেখা যাবে।
দ্য ভার্জ ও সিনেট অবলম্বনে এজেড/জুলাই ১৮/২০২০/১৩২৭
আরও পড়ুন –
ম্যাসেঞ্জারে আসছে ফেইসআইডি ফিচার
ইনস্টাগ্রামেও ম্যাসেঞ্জার রুম চালু
স্ক্যাম ও ভূয়া বন্ধু দমনে ম্যাসেঞ্জারে সেইফগার্ড চালু
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি