Techno Header Top and Before feature image

করোনার ভুয়া তথ্য, টিকটক সরালো মিলিয়ন অ্যাকাউন্ট, ভিডিও

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাস সম্পর্কিত অন্তত ২৯ হাজার ভিডিও ডিলিট করেছে টিকটক।

ছোট ভিডিও তৈরির প্লাটফর্মটি জানিয়েছে, তারা এসব ভিডিওর বিরুদ্ধে চলতি বছরে ইউরোপে আইন ও নীতিমালা ভঙ্গের গুরুত্বর অভিযোগ পেয়েছিল।

টিকটক বলেছে, এসব ভিডিও ভুল তথ্য ছড়িয়ে অন্যদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার কাজ করছিল।

সরিয়ে ফেলা ভিডিও বেশিরভাগই খুব নিম্নমানের ছিল। এমনকি এখানে অন্তত তিন হাজার যা মেডিকেল বিশেষজ্ঞ দিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু আদৌ তা ছিল না।

৯ জুলাই প্রকাশিত এক ট্রান্সপারেন্সি রিপোর্ট অনুযায়ী প্লাটফর্মটি থেকে জুলাই ২০১৯ থেকে সে বছরের ডিসেম্বর পর্যন্ত ৪৯ মিলিয়ন ভিডিও সরিয়েছে। এসব ভিডিওর বেশিরভাগই ছিল যৌনতা ও নগ্নতা নিয়ে।

তবে টিকটক বলছে, আসলে প্রকৃত কত ভিডিও করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্য ছড়াচ্ছে তার সঠিক হিসাব বের করা এখন খুব কঠিন হয়ে পড়েছে।

কিন্তু যেসব ভিডিওতে করোনাভাইরাস সম্পর্কিত ব্যানার, হ্যাশট্যাগসহ নানা ধরনের কথা বা শব্দ ব্যবহার করা হচ্ছে সেসব ভিডিও দেখছে এবং সরাচ্ছে টিকটক।

টিকটক ইউরোপে চলতি বছরে সাত মিলিয়ন ভিডিও সরিয়েছে। যার মধ্যে সাত লাখ ভিডিওর ক্রিয়েটর যুক্তরাজ্যের।

বিবিসি অবলম্বনে ইএইচ/জুলাই ১৭/২০২০/১৭০৬

আরও পড়ুন –

ভুয়া সংবাদ, ভিডিও সরাতে আরও সোচ্চার গুগল 

করোনাভাইরাস সম্পর্কিত সাইবার হামলা বেড়েছে ৩০% 

ভুয়া খবর রোধে হিমসিম খাচ্ছে ফেইসবুক 

করোনাভাইরাস : আরেক বিপদের নাম গুজব

*

*

আরও পড়ুন