![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণার তথ্য রাশিয়ার হ্যাকাররা চুরির চেষ্টা করেছে বলে একদিন আগেই দাবি করেছিল ব্রিটেন।
রুশ হ্যাকররা অসংখ্য এমন গবেষণার তথ্য চুরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছিল দেশটি। কিন্তু এক দিনের মাথায় সেই দাবিকে নাকোচ করে দিয়েছে রাশিয়া।
ভ্যাকসিন গবেষণার তথ্য রুশ হ্যাকারদের চুরির চেষ্টার যে দাবি ব্রিটেন করছে, তার সাথে রাশিয়া ‘কোনভাবেই জড়িত নয়’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র।
ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এনসিএসসি দাবি করে যে, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে এমন সংস্থাগুলোকে লক্ষ্য করে রুশ হ্যাকাররা তথ্য চুরির চেষ্টা করছিল।
ক্রেমলিনে ওই মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন।
‘কেউ ব্রিটেনের ওষুধ কোম্পানি এবং গবেষণা কেন্দ্রগুলোর তথ্য হ্যাক করার চেষ্টা করছিল বলে আমাদের কাছে কোন তথ্য নেই,’ বলেন পেসকফ।
‘আমরা একটা কথা পরিষ্কার করে বলতে পারি, এই হ্যাকিং এর সাথে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। ভিত্তিহীন এই অভিযোগ আমরা মানি না।
এর আগে বৃহস্পতিবার ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের গণমাধ্যমে খবরটি আসে। এরপরই এমন বিবৃতি দিলো রাশিয়া।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই১৭/২০২০/০৮২০
আরও পড়ুন –
২০০ কোম্পানির ডেটা হ্যাক করেছে রাশিয়ার রোস্টেলকম!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি