![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাস নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে নতুন একটি বিভাগ খোলার ঘোষণা দিয়েছে ফেইসবুক।
গতকাল বুধবার প্লাটফর্ম থেকে নানা ধরনের ভুল ধারণা সরাতে বিভাগটি খোলার ঘোষণা দিয়েছে ফেইসবুক।
আগে গ্রাহককে মাস্ক পরতে উৎসাহিত করতে নোটিফিকেশন দেওয়া এবং বিভ্রান্তিকর পোস্টগুলোকে অসত্য বলে চিহ্নিত করার মতো পদক্ষেপ নিয়েছে ফেইসবুক।
এছাড়াও খুব শিগগিরি সামাজিক মাধ্যম জায়ান্টটি মিথ্যা, ভুয়া কোভিড-১৯ সম্পর্কিত তথ্য যাচাই করতে ফ্যাক্ট চেকের ব্যবস্থা করবে।
ফেইসবুক টুইটারে এক পোস্টে বলেছে তারা মহামারী বিষয়ে সাধারণ ভুল ধারণাগুলো ভাঙতে এই বিভাগ আনছে।
সেখানে একটি নমুনা ছবিতে দেখা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিশ্বাসযোগ্য সূত্র হিসেবে ব্যবহার করবে ফেইসবুক। তারা বলেছে, হাইড্রোক্সিক্লোরোকুইন রোগ নিরাময়, চিকিৎসা বা প্রতিরোধ করবে এমন কোনো প্রমাণ মেলেনি।
এর আগে ফেইসবুক দাবি করেছিলো, সামাজিক মাধ্যমের উচিত নয় সত্যমিথ্যার বিচার করতে বসা। পাশাপাশি বিভ্রান্তিকর রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতেও অস্বীকৃতি জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার মার্ক জাকারবার্গ মার্কিন চিকিৎসক ফাউচির সঙ্গে দেখা করার কথা রয়েছে।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই১৬/ ২০২০/২১১০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি