![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ধারণার চেয়ে চাঁদের বয়স সাড়ে ৮ কোটি বছর কম। গবেষণা করে জার্মান অ্যারোস্পেস সেন্টারের বিজ্ঞানিরা এ তথ্য জানতে পেরেছেন।
আগে ধারণা করা হতো, চাঁদের বয়স ৪৫১ কোটি বছর। নতুন গবেষণায় জানা গেছে, চাঁদ গঠিত হয় ৪৪২ কোটি বছর আগে।
মঙ্গলগ্রহের সমান একটি গ্রহ থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের ফলে চাঁদ সৃষ্টি হয়। সে সময় পুরো চাঁদ জুরে তৈরি হয় মাগমা নামের একটি মহাসাগর।
এই মাগমা মহাসাগর শুকাতে কতো বছর লাগে তা নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা।গবেষণার কাজে কম্পিউটারে ম্যাথমেটিকাল মডেল ব্যবহার করছিলেন তারা। সেখানে জানা যায়, মাগমা শুকাতে ২০ কোটি বছর সময় লাগে। আগে ধারণা করা হত, মাগমা সাড়ে ৩ কোটি বছরের মধ্যে শুকায়।
চাঁদ সৃষ্টি হওয়ার পরপরই মাগমা যখন গঠিত হয়। ফলে মাগমা সমুদ্রের সূত্র ধরেই বের হয়ে আসে চাঁদের আসল বয়স।
গ্যাজেট ৩৬০ ডিগ্রি অবলম্বনে এজেড/ জুলাই ১৫/২০২০/১৫৪৪
আরও পড়ুন –
চাঁদে একাই যাবেন, প্রেমিকা ছাড়া
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি