![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানপ্লাসের সাশ্রয়ী ফোন নর্ডের ঘোষণা আসবে আগামী সপ্তাহে। এর পাশাপাশি ওয়্যারলেস এয়ারবাডসও উন্মোচন করবে ওয়ানপ্লাস।
টুইটারে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে ওয়ানপ্লাস জানায়, ডিভাইসটির নাম হবে ওয়ানপ্লাস বাডস। এতে নয়েজ ক্যান্সলেশন ফিচার থাকবে কিনা তা জানা যায়নি। ব্যাটারি লাইফ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি ওয়ানপ্লাস।
৩ বছর আগে ওয়ানপ্লাস বুলেট ওয়্যারলেস হেডফোন বাজারে আনে। তবে সেই হেডফোনে তারের ব্যবহার ছিলো। ফলে পুরোপুরি ওয়্যারলেস হেডফোন এবারই প্রথম আনতে যাচ্ছে ওয়ানপ্লাস।
আগামী ২১ জুলাই এক ভার্চুয়াল ইভেন্টে ওয়ানপ্লাস নর্ড ও ওয়ানপ্লাস বাডস এর ঘোষণা দেবে চীনা কোম্পানিটি। এই ফোনের ইভেন্ট ইউটিউবে নয়, ওয়ানপ্লাসের বিশেষ অ্যাপে দেখা যাবে। ওয়ানপ্লাস নর্ড এআর অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই চলবে।
এআর প্রযুক্তি সম্বলিত অ্যাপটির মাধ্যমে ভার্চুয়ালি ফোনটি ধরে দেখার সুযোগ পাবেন অনেকে। কিভাবে এটি সম্ভব হবে সে বিষয়ে পরে দিক নির্দেশনা দেবে ওয়ানপ্লাস।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ জুলাই ১৪/২০২০/১১৪৫
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি