![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি সপ্তাহেই ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে হাজির হবে অপো।
টুইটারে নিজেদের ভেরিভাইড অ্যাকাউন্টে এক টিজার ভিডিওতে অপো জানিয়েছে, ১৫ জুলাই ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির ঘোষণা দেবে তারা। এই প্রযুক্তির ফলে একটি ৪০০০ এমএএইচের ব্যাটারি চার্জ হতে সময় নেবে মাত্র ১২ মিনিট। তবে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পেতে ইউএসবি ক্যাবল ব্যবহার করতে হবে। ওয়্যারলেসলি এই প্রযুক্তি কাজ করবে না।
অন্যান্য ফোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বরাবরই ফাস্ট চার্জিং প্রযুক্তিকে গুরুত্ব দিয়েছে অপো। তারাই প্রথম ৩০ ওয়াটের ফাস্ট চার্জি প্রযুক্তি সম্বলিত ফোন বাজারে আনে। পরবর্তীতে অপো ফাইন্ড এক্স ফোনে প্রথমবারের মতো ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত করে তারা।
সর্বশেষ অপো ফাইন্ড এক্স২ ফোনে যুক্ত করে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের ফলে ৪০০০ এমএএইচ ব্যাটারির একটি ফোন চার্জ হতে সময় নেয় ৩৫ মিনিট।
নিওইউন অবলম্বনে এজেড/ জুলাই ১৩/২০২০/১২১৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি