Techno Header Top and Before feature image

ডিজিটাল হাটে গরু কিনে 'মানবসেবায়' দিলেন পলক

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উদ্বোধনের পর ডিজিটাল হাট থেকে কেনা গরু ‘মানবসেবা ডটকমে’ দান করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সাম্প্রতিক বৈশ্বিক দূর্যোগের কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং  ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমন্বয়ে শনিবার অনলাইনে উদ্বোধন হয়েয়ে ডিএনসিসি ‘ডিজিটাল হাট’।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠান শেষে অনলাইনে ‘ফুড ফর নেশন’ এর একশপ থেকে এক লাখ টাকায় একটি গরু কেনেন। যার সম্পূর্ণটাই তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মানবিক উদ্যোগ ‘মানবসেবা ডটকম’-এর জনকল্যাণমুলক কার্যক্রমে দান করেন।

তিনি  প্রতিষ্ঠানটির জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন। পলক বলেন, দেশের করোনা পরিস্থিতির শুরু থেকেই গরীব অসহায়, কর্মহীন মানুষের মুখে খাবার তুলে দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মানবসেবা’নামের প্রতিষ্ঠানটি।

প্রতিমন্ত্রী কোরবানির পশুর চামড়া ‘মানবসেবা ডটকমের মাধ্যমে  জনহিতৈষী কর্মকাণ্ডে উৎসর্গ করার জন্য দেশের মানুষকে আহবান জানান।

ইএইচ/ জুলাই১২/২০২০/২৩১০

*

*

আরও পড়ুন