Samsung IM Campaign_Oct’20

অ্যাপল টিভি প্লাসে টম হ্যাঙ্কসের সিনেমা

গ্রেহাউন্ড সিনেমার দৃশ্যে টম হ্যাঙ্কস। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে টম হ্যাঙ্কস অভিনীত সিনেমা ‘গ্রেহাউন্ড’।

সিনেমাটির কাহিনী তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে। ‘ব্যাটল অব অ্যাটলান্টিক’ হিসেবে পরিচিত এ যুদ্ধ  নিয়ে এর আগে ‘দ্য গুড শেফার্ড’ নামের একটি বইও প্রকাশ পায়। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটিতে নেভি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। এর পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনি।

‘গ্রেহাউন্ড’ আসলে সিনেমা হলেই মুক্তি পাওয়ার কথা ছিলো। করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ সিনেমা হল বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মেই ভরসা রাখতে হয় প্রযোজকদের। তাদের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলারে সিনেমাটি কিনে নেয় অ্যাপল।

আইফোন, আইপ্যাড, ম্যাক কম্পিউটার ও নির্দিষ্ট কিছু স্যামসাং ও এলজি স্মার্ট টিভিতে দেখা যায় অ্যাপল টিভি প্লাস । স্ট্রিমিং সেবাটির জন্য প্রতি মাসে খরচ করতে হয় ৫ ডলার। সেবাটি নিলে একবারে শুধু একজনই ভিডিও কনটেন্ট দেখতে পারে।

ম্যাক রিউমার অবলম্বনে এজেড/ জুলাই ১১/২০২০/১৪৪৭

আরও পড়ুন – 

অ্যাপল টিভি প্লাসে আসছে ডি ক্যাপ্রিওর সিনেমা 

নেটফ্লিক্সকে টেক্কা দেবে অ্যাপল টিভি প্লাস 

অ্যাপল টিভি+ ও ইউটিউব প্রিমিয়ামে ফ্রি সিরিজ

*

*

আরও পড়ুন