![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অনেকেই ম্যাকবুকের ওয়েবক্যামের উপর ক্যামেরা কভার ব্যবহার করেন। এই কভারসহ ল্যাপটপ বন্ধ করলে ডিসপ্লের ক্ষতি হয়। তাই ম্যাকবুকে ক্যামেরা কভার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল।
তাদের ওয়েবসাইটের সাপোর্ট পেইজে বলা হয়েছে, ল্যাপটপের ডিসপ্লে ও কিবোর্ডের মধ্যে খুব কম দূরত্ব থাকে। ফলে আঁটোসাঁটো এই জায়গায় বাড়তি ক্যামেরা কভার ডিসপ্লের ক্ষতি করে। এতে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অটোমেটিক ব্রাইটনেস ও ট্রুটোনের মতো ফিচারগুলো ক্ষতিগ্রস্ত হয়। ক্যামেরা কভারের বিকল্প হিসেবে ক্যামেরা ইন্ডিকেটর লাইট ব্যবহার করা যেতে পারে। কোনো কারণে ক্যামেরা চালু হয়েছে কিনা তা লাইট দেখেই নিশ্চিত হওয়া যাবে। এছাড়াও, কোন অ্যাপগুলো ক্যামেরা ব্যবহার করতে পারবে তা System Preferences এ গিয়ে সিলেক্ট করা যাবে। এতে কিছুটা হলেও নিরাপত্তা বাড়বে।
অতিরিক্ত সতর্ক থাকতে চাইলে ০.১ মিলিমিটারের পাতলা ক্যামেরা কভার ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল। এর চেয়ে মোটা কোনো কভার দেওয়া উচিত নয় বলে জানিয়েছে তারা।
আইমোর অবলম্বনে এজেড/ জুলাই ১১/২০২০/১৩৫০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected].com
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি