Techno Header Top and Before feature image

পোস্টম্যাটস কিনে নিলো উবার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবসা ভালো যাচ্ছে না উবারের। এমন অবস্থার মধ্যেই কিনে নিলে নতুন একটি প্রতিষ্ঠান পোস্টম্যাটস। যুক্তরাষ্ট্রভিত্তিক খাদ্যপণ্য সেবাদাতা পোস্টম্যানস মূলত রেস্টুরেন্টস, গ্রোসারস ও রিটেইলারদের কাছে আসা ফরমায়েসকৃত পণ্য ক্রেতাদের কাছে ডেলিভারি দেয়।

এ ধরনের ৬ লাখের মতো দোকান বা প্রতিষ্ঠান পোস্টম্যাটসের সঙ্গে যুক্ত। ক্রেতা ও বিক্রেতারা পোস্টম্যাটসের সাইট কিংবা অ্যাপের মাধ্যমে এই সেবা পাচ্ছেন বা দিচ্ছেন। অর্থাৱ, পোস্টম্যাটস ক্রেতা ও বিক্রেতাদের মাঝখানে সমন্বয় করে পেমেন্টের একটি অংশ বুঝে নেয়।
ব্যবসায়িক মন্দার মধ্যেই ২.৬৫ বিলিয়ন ডলারে এই ফুড ডেলিভারি সেবা কিনে নেওয়ার ঘোষণা দেয় উবার। উবার জানায়, পোস্টম্যাটস উবারের পৃথক একটি সেবা হিসেবে এর কার্যক্রম চালিয়ে যাবে।

যদিও উবারের এ ধরনের নিজস্ব একটি সেবা ‘উবার ইটস’ আগে থেকেই ছিল, তারপরও ব্যবসায়িক কৌশল হিসেবে নতুন এই সেবাটি কিনে নিলো। তাদের এই দুই সেবা ছাড়াও বাজারে ভালো অবস্থায় আছে ডোরড্যাশ, গ্রাবহাব। উবার ইটসের কমিশন তুলনামূলক বেশি হওয়ায় ম্যাকডোনাল্ড-সহ নামিদামি কিছু প্রতিষ্ঠান উবার ইটসের সঙ্গে কাজের ইতি টেনেছে।

এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ২.৯ বিলিয়ন ডলার লোকসান গুনতে হয়েছে উবারকে।

সূত্র : ইন্টারনেট, টিআর/জুলাই ১০/২০২০/২৩৫০

আরও পড়ুন –

আবার কর্মী ছাঁটাই উবারে, বন্ধ ৪৫ অফিস

বাংলাদেশে বন্ধ হচ্ছে উবার ইটস

ইলেকট্রিক বাইক ও স্কুটার নষ্ট করে দিচ্ছে উবার

*

*

আরও পড়ুন