vivo Y16 Project

ভিডিও গেইমসে একত্রে এপিক গেইমস-সনি!

ছবি ইন্টারনেট থেকে নেওয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় ব্যাটল রয়েল ‘ফোর্টনাইট’ গেইমের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইমসে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে জাপানী প্রতিষ্ঠান সনি।

এর মাধ্যমে প্লেস্টেশন নির্মাতা প্রতিষ্ঠান সনি এপিক গেইমসের একটা নির্দিষ্ট শেয়ারের মালিক হচ্ছে। এতে দুই প্রতিষ্ঠান একত্রে আরও অনেক দূর এগোতে পারবে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার প্রতিষ্ঠান দুটি এই বিনিয়োগের বিষয়টি সবার সামনে তুলে ধরেছে।

Techshohor Youtube

এপিক গেইম জনপ্রিয় সব গেইম তৈরি করে ইন্ডাস্ট্রিকে একটা ভালো অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটি ফোর্টনাইট, গিয়ারস অব ওয়্যারসসহ আরও কিছু জনপ্রিয় গেইম তৈরি করেছে।

ইতোমধ্যে অনলাইনে গেইমের স্ট্রিমিং সার্ভিস শুরু করেছে এপিক গেইমস। রয়েছে গেইম কেনার প্লাটফর্ম।

সনির প্রধান নির্বাহী কেনিশিরো ইয়োশিদা এক বিবৃতিতে বলেছেন, তারা এপিক গেইমসের সঙ্গে যুক্ত হয়েছেন কারণ, এপিক গেইমস যেসব প্রযুক্তি ও গ্র্যাফিক্স ইনোভেশন নি য়কাজ করে সেটা অনন্য। তাদের সঙ্গে ভালো একটা অবস্থানে যেতেই এমন পদক্ষেপ বলেও জানান তিনি।

এপিক গেইমস জানিয়েছে, তারাও সনির সঙ্গে যুক্ত হয়ে ভালো কিছু উপহার দিতে পারবেন। একই সঙ্গে নতুন প্রযুক্তি নিয়েও কাজ করতে পারবেন।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই১০/২০২০/১২৪০

*

*

আরও পড়ুন

vivo Y16 Project