![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বচালিত গাড়ি বা চালকহীন গাড়ি প্রযুক্তির লেভেল ৫-এর খুবই কাছাকাছি চলে গেছে টেসলা।
বৃহস্পতিবার টেসলা প্রধান ইলোন মাস্ক এমনটা জানিয়েছেন। এতে চালকের কোনো নেভিগেট ইনপুট ছাড়াই রাস্তা চিনে চলার ক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেন মাস্ক।
বার্ষিক বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এমন কথা জানান মাস্ক।
তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে, স্বচালিত প্রযুক্তির লেভেল ৫ এর কাছাকাছি আমরা। খুব তাড়াতাড়িই আমরা দেখতে পাবো এটি সম্পূর্ণরূপে স্বয়ংসম্পন্ন হতে।
আমি দৃঢ়ভাবে আশাবাদী চলতি বছরের মধ্যেই আমরা সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় একটি প্রযুক্তির প্রাথমিক ধাপ অতিক্রম করে যাবো।
স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য টেসলাসহ অ্যালফাবেট, ওয়েমো, উবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তির সম্পূর্ণ সুবিধা নিতে দেরি হবে। কারণ অনেকেই এটিকে এখনো বিশ্বাস করতে পারেন না। তাই সহজেই এটি হয়ে যাবে তা ভাবাও যাচ্ছে না।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠানটি গাড়ির জন্য অটোপাইলট অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে।
এমনকি তারা হার্ট প্রোজেকশন নিয়ে কাজ করছে। এতে কোডিং এমন হবে যে স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি অনেক দূর এগোবে।
টেসলা ইতোমধ্যে চীনে অন্তত ১৫ হাজার সেডান , মডেল থ্রি’ গাড়ি সরবরাহ করেছে।
ইএইচ/জুলাই০৯/২০২০/১৭০০
আরও পড়ুন –
টেসলার অ্যালগরিদমও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কারণ!
এক চার্জে ৩১৫ মাইল চলবে টেসলার গাড়ি