Techno Header Top and Before feature image

ভারতে টিকটকের বিকল্প আনলো ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম রিলস। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতে টিকটকের যাত্রা থেমে যাওয়ায় চালু হলো ইনস্টাগ্রাম রিল ফিচার।

দেশটিতে টিকটক বন্ধ হওয়ার আগ পর্যন্ত শুধু ব্রাজিল, জার্মানি, ফ্রান্সে শর্ট ভিডিও তৈরির ফিচারটি ব্যবহার করা যেতো।

ফিচারটিতে তৈরি ভিডিও রিলস নামে পরিচিত। চাইলে রিলস বানিয়ে তা স্টোরিজ আকারে শেয়ার করা যায়। আলাদা করে ফিচারটিতে প্রোফাইল ও এক্সপ্লোর সেকশনও আছে।

ফিচারটি পেতে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপের সর্বশেষ সংস্করণটি নামাতে হবে ব্যবহারকারীদেরকে।

এর আগে বেশ কয়েকটি দেশে টিকটকের বিকল্প লাসো চালু করেছিল ফেইসবুক। চলতি মাসেই তা বন্ধ করে দেওয়া হয়। ফলে এখন ইনস্টাগ্রাম রিলসের প্রতিই পুরো মনোযোগ দিচ্ছে ফেইসবুক।

ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট বিশাল শাহ জানান, ভারতে ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো পোস্ট হয় সেগুলোর ৪৫ শতাংশেরই দৈর্ঘ্য ১৫ সেকেন্ড বা তার কম হয়। তাই ইনস্টাগ্রাম রিলস জনপ্রিয় হওয়ার সম্ভাবনা দেখছেন তারা।

ভারতে টিকটকের শূন্যতা পূরণ করতে ইনস্টাগ্রাম ছাড়াও বেশ কিছু অ্যাপ প্রতিযোগিতায় নেমেছে। এগুলোর মধ্যে আছে চিঙ্গারি, মিট্রোন, গানা হটশটস ও শেয়ার চ্যাটস মৌজ অ্যাপ।

বিবোম অবলম্বনে এজেড/ জুলাই ০৯/২০২০/১৪৩০

আরও পড়ুন – 

টিকটক নিষিদ্ধে খুশি ভারতীয়রা! 

এবার টিকটকসহ চীনা অ্যাপ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র 

ভারতে টিকটকের বিকল্প চিঙ্গারি ডাউনলোডের হিড়িক 

ডেটা শেয়ার বিষয়ে টিকটক ভারতের সাফাই

*

*

আরও পড়ুন