![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্ল্যাগশিপ গেইমিং ফোনের জন্য স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস আনার ঘোষণা দিয়েছে কোয়ালকম। প্রসেসরটি স্ন্যাপড্রাগন ৮৬৫ এর উন্নত সংস্করণ।
প্রসেসরটির ক্লক স্পিড ৩.১ গিগাহার্জ, যা আগের সংস্করণের চেয়ে ১০ শতাংশ বেশি।স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসে অ্যান্ড্রিনো ৬৫০ জিপিইউয়ের গতিও আগের চেয়ে ১০ শতাংশ বেশি হবে।
আগের সংস্করণের মতো স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসেও থাকবে ১৪৪ হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট, এই৮কে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং, ফাইভজি সাব-৬গিগাহার্জ ও লিমিটারওয়েভ সাপোর্ট।
এছাড়াও, থাকবে ওয়াইফাই ৬ই ও ব্লুটুথ ৫.২ সাপোর্ট। প্রসেসরটি ব্যবহারে ওয়াইফাইয়ের সর্বোচ্চ গতি হবে ৩.৬ গিগাবিটস পার সেকেন্ড। স্ন্যাপড্রাগন ৮৬৫ এর সাপোর্ট ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.১ পর্যন্ত সীমাবদ্ধ ছিলো।
বছরের শেষ নাগাদ বেশ কয়েকটি গেইমিং ফোনে প্রসেসরটির দেখা মিলবে।
বিবোম অবলম্বনে এজেড/ জুলাই ০৯/২০২০/১১৪৮
আরও পড়ুন –
ফাইভজি নির্ভর রোবটিক প্লাটফর্ম আনল কোয়ালকম
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি